নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা ফিফার
নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। টুর্নামেন্টটির নাম নির্ধারণ করা হয়েছে ‘ফিফা সিরিজ ২০২৬’। আগামী বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বিরতিতে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। ফিফা জানিয়েছে, তুলনামূলকভাবে কম পরিচিত ও দুর্বল ফুটবলখেলুড়ে দেশগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করাই ‘ফিফা সিরিজ ২০২৬’ এর মূল উদ্দেশ্য। ওই টুর্নামেন্টে পুরুষ ও নারী উভয় দলই অংশ নেবে। পুরুষদের ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। আর নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন, এই টুর্নামেন্ট ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে। তিনি বলেন, ‘ফিফা সিরিজের মূল লক্ষ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে তুলে ধরা।’ ফিফা জানিয়েছে, এ প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন মহাদেশীয় সংস্থার দলগুলো একে অপরের মুখোমুখি
নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। টুর্নামেন্টটির নাম নির্ধারণ করা হয়েছে ‘ফিফা সিরিজ ২০২৬’। আগামী বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বিরতিতে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে।
ফিফা জানিয়েছে, তুলনামূলকভাবে কম পরিচিত ও দুর্বল ফুটবলখেলুড়ে দেশগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করাই ‘ফিফা সিরিজ ২০২৬’ এর মূল উদ্দেশ্য। ওই টুর্নামেন্টে পুরুষ ও নারী উভয় দলই অংশ নেবে।
পুরুষদের ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। আর নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন, এই টুর্নামেন্ট ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে আরও বিস্তৃতভাবে তুলে ধরবে। তিনি বলেন, ‘ফিফা সিরিজের মূল লক্ষ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে তুলে ধরা।’
ফিফা জানিয়েছে, এ প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন মহাদেশীয় সংস্থার দলগুলো একে অপরের মুখোমুখি হবে প্রীতি ম্যাচের আকারে। এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করেই দলগুলো মূল্যবান প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। ২০২৬ সালের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে।
What's Your Reaction?