নতুন বছরে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ

নতুন বছর রিয়াল মাদ্রিদের জন্য ভালো খবর দিয়ে শুরু হচ্ছে না। দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোটে পড়ায় জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া স্প্যানিশ সুপার কাপ থেকে ছিটকে পড়েছেন। ফরাসি দৈনিক ল’কিপ জানিয়েছে, বাম হাঁটুতে স্প্রেইন ধরা পড়েছে এই ফরোয়ার্ডের, যার ফলে তাকে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বুধবার করা এমআরআই রিপোর্টে তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফলে তিনি শুধু আসন্ন লা লিগা ম্যাচই নন, বরং সৌদি আরবে ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত হতে যাওয়া সুপার কাপ–এও খেলতে পারবেন না। রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে মুখোমুখি হবে জুলিয়ান আলভারেজের অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, অন্য সেমিফাইনালে খেলবে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। ফরাসি গণমাধ্যম আরও জানায়, গত কয়েক ম্যাচ ধরেই হাঁটুতে অস্বস্তি নিয়ে খেলছিলেন এমবাপ্পে। দৌড়ের গতি ও অ্যাকসেলেরেশন কমে আসায় উদ্বেগ বাড়ে। মৌসুমে একটানা খেলতে থাকায় তার শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং শেষ পর্যন্ত চোটে গড়ায় পরিস্থিতি। রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিম জানিয়েছে, চোটের তীব্রতা নিয়ে আরও পর্যবেক্ষণ চলবে, ফলে পুনর্বাসনের মেয়াদ কিছুটা কমতেও পারে। তবে সুপার

নতুন বছরে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ

নতুন বছর রিয়াল মাদ্রিদের জন্য ভালো খবর দিয়ে শুরু হচ্ছে না। দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোটে পড়ায় জানুয়ারির শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া স্প্যানিশ সুপার কাপ থেকে ছিটকে পড়েছেন। ফরাসি দৈনিক ল’কিপ জানিয়েছে, বাম হাঁটুতে স্প্রেইন ধরা পড়েছে এই ফরোয়ার্ডের, যার ফলে তাকে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

বুধবার করা এমআরআই রিপোর্টে তার চোটের বিষয়টি নিশ্চিত হয়। ফলে তিনি শুধু আসন্ন লা লিগা ম্যাচই নন, বরং সৌদি আরবে ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত হতে যাওয়া সুপার কাপ–এও খেলতে পারবেন না। রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে মুখোমুখি হবে জুলিয়ান আলভারেজের অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে, অন্য সেমিফাইনালে খেলবে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও।

ফরাসি গণমাধ্যম আরও জানায়, গত কয়েক ম্যাচ ধরেই হাঁটুতে অস্বস্তি নিয়ে খেলছিলেন এমবাপ্পে। দৌড়ের গতি ও অ্যাকসেলেরেশন কমে আসায় উদ্বেগ বাড়ে। মৌসুমে একটানা খেলতে থাকায় তার শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং শেষ পর্যন্ত চোটে গড়ায় পরিস্থিতি।

রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিম জানিয়েছে, চোটের তীব্রতা নিয়ে আরও পর্যবেক্ষণ চলবে, ফলে পুনর্বাসনের মেয়াদ কিছুটা কমতেও পারে। তবে সুপার কাপে তাকে পাওয়া যাবে না—এটা এখন নিশ্চিত।

চোটের আগে দুর্দান্ত ছন্দে ছিলেন এমবাপ্পে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৪ ম্যাচে ২৯ গোল, যার মধ্যে লা লিগায় ১৮ এবং চ্যাম্পিয়নস লিগে ১১ গোল। ২০২৫ সাল শেষ করেছেন বিশ্ব ফুটবলের বর্ষসেরা গোলদাতা হিসেবে—মোট ৬৬ গোল করে।

এই অবস্থায় রিয়াল মাদ্রিদের সামনে বড় চ্যালেঞ্জ—এতটা গুরুত্বপূর্ণ সময়ে সেরা তারকাকে ছাড়া বড় টুর্নামেন্টে লড়াই করা। এখন নজর শুধু, তিনি কবে সুস্থ হয়ে ফিরতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow