নতুন বছর বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা—কে কোথায়?

প্রতি বছরের মতো এবারও বছরের শেষ লগ্নে দেশ ছাড়লেন ভারতের একঝাঁক তারকা। উদ্দেশ্য—কাজের ব্যস্ততা ভুলে নিজেদের মতো করে নতুন বছরকে (২০২৬) স্বাগত জানানো। বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি—কারও গন্তব্য ইউরোপ, তো কেউ পাড়ি জমিয়েছেন অজানা কোনো দ্বীপে। স্ত্রী-সন্তান কিংবা প্রেমিকাকে নিয়ে এরই মধ্যে বিমানে চড়েছেন রণবীর, দীপিকা, রাশমিকা, বিজয় ও আমিরের মতো তারকারা। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বিয়ের সাত বছর পর বাবা-মা হওয়া এই জুটির এবারের নববর্ষটা একটু বেশিই স্পেশাল। গত ২২ ডিসেম্বর মুম্বাই বিমানবন্দরে কালো ও ধূসর রঙের পোশাকে দেখা যায় এই তারকা দম্পতিকে। কন্যাকে নিয়ে এটাই তাদের প্রথম বিদেশ ভ্রমণ। তবে ছোট্ট রাজকন্যাকে নিয়ে তারা ঠিক কোন দেশে ছুটি কাটাতে গেলেন, তা গোপনই রেখেছেন। বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। চলতি বছরেই বাগদান সেরেছেন দক্ষিণের এই জনপ্রিয় জুটি। গুঞ্জন রয়েছে, নতুন বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়বেন তারা। বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর ভোরে হায়দরাবাদ বিমানবন্দরে খুব সাধারণ পোশাকে দেখা যায় তাদের। গন্তব্য গোপন রেখেই প্রেমের মতো নীরবতা বজায় রেখে দেশ ছাড়লেন এই যুগল। আমির খান ও গৌরি স্প্রাট। একাকিত্

নতুন বছর বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা—কে কোথায়?

প্রতি বছরের মতো এবারও বছরের শেষ লগ্নে দেশ ছাড়লেন ভারতের একঝাঁক তারকা। উদ্দেশ্য—কাজের ব্যস্ততা ভুলে নিজেদের মতো করে নতুন বছরকে (২০২৬) স্বাগত জানানো। বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি—কারও গন্তব্য ইউরোপ, তো কেউ পাড়ি জমিয়েছেন অজানা কোনো দ্বীপে। স্ত্রী-সন্তান কিংবা প্রেমিকাকে নিয়ে এরই মধ্যে বিমানে চড়েছেন রণবীর, দীপিকা, রাশমিকা, বিজয় ও আমিরের মতো তারকারা।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বিয়ের সাত বছর পর বাবা-মা হওয়া এই জুটির এবারের নববর্ষটা একটু বেশিই স্পেশাল। গত ২২ ডিসেম্বর মুম্বাই বিমানবন্দরে কালো ও ধূসর রঙের পোশাকে দেখা যায় এই তারকা দম্পতিকে। কন্যাকে নিয়ে এটাই তাদের প্রথম বিদেশ ভ্রমণ। তবে ছোট্ট রাজকন্যাকে নিয়ে তারা ঠিক কোন দেশে ছুটি কাটাতে গেলেন, তা গোপনই রেখেছেন।

বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। চলতি বছরেই বাগদান সেরেছেন দক্ষিণের এই জনপ্রিয় জুটি। গুঞ্জন রয়েছে, নতুন বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়বেন তারা। বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর ভোরে হায়দরাবাদ বিমানবন্দরে খুব সাধারণ পোশাকে দেখা যায় তাদের। গন্তব্য গোপন রেখেই প্রেমের মতো নীরবতা বজায় রেখে দেশ ছাড়লেন এই যুগল।

আমির খান ও গৌরি স্প্রাট। একাকিত্বের অবসান ঘটিয়ে ষাট বছর বয়সী আমির খান এবার নতুন বছর বরণ করবেন প্রেমিকা গৌরি স্প্রাটকে নিয়ে। গত ২৬ ডিসেম্বর মুম্বাই এয়ারপোর্টে গৌরির সঙ্গে লেন্সবন্দি হন ‘মিস্টার পারফেকশনিস্ট’। সঙ্গে ছিল তার ছেলে এবং ভাগ্নে ইমরান খান। বছরের মাঝামাঝিতে গৌরিকে প্রকাশ্যে আনার পর এবার তাকে নিয়ে পারিবারিক সফরে বের হলেন আমির।

রণবীর কাপুর ও আলিয়া ভাট। কন্যা রাহার বাবা-মা রণবীর-আলিয়াও বসে নেই। গত ২৮ ডিসেম্বর মুম্বাই ছাড়েন এই দম্পতি। চলতি বছরে আলিয়ার কোনো সিনেমা মুক্তি না পেলেও দুজনেই ব্যস্ত ছিলেন শুটিংয়ে। বছরের শেষ কটা দিন তাই নিরিবিলিতে কাটাতে চান তারা।

সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। বলিউডের এই ‘পাওয়ার কাপল’ এখন কাজের চেয়ে পরিবারকেই বেশি সময় দেন। ২৬ ডিসেম্বর ছোট দুই পুত্রকে (তৈমুর ও জেহ) নিয়ে মুম্বাই এয়ারপোর্টে দেখা যায় সাইফ-কারিনাকে। তাদের গন্তব্য অজানা থাকলেও ধারণা করা হচ্ছে, সুইজারল্যান্ড বা লন্ডনের কোনো প্রিয় জায়গা বেছে নিয়েছেন তারা।

তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত তারা সুতারিয়া এখন মজেছেন নতুন প্রেমে। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি বীর পাহাড়িয়া তার সঙ্গী। মালদ্বীপে জন্মদিন উদযাপনের পর এবার নিউ ইয়ার ট্রিপেও সঙ্গী বীর। ২৬ ডিসেম্বর দেশ ছেড়েছেন তারা।

পর্দার তিন বন্ধু—সিদ্ধান্ত চতুর্বেদী, ঈশান খট্টর ও পূজা হেগড়ে বাস্তবেও দারুণ বন্ধু। ২৮ ডিসেম্বর বিদেশে যাওয়ার কথা থাকলেও ফ্লাইট বাতিলের কারণে এয়ারপোর্টে আটকে পড়েন তারা। ভিডিও বার্তায় হতাশা প্রকাশ করলেও শেষমেশ হাল ছাড়েননি। পরবর্তী ফ্লাইটে গন্তব্যে পৌঁছান তারা।

সব মিলিয়ে বলিউড ও দক্ষিণী তারাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের দিকেই এখন ভক্তদের নজর। কবে আসবে বরফঢাকা পাহাড় কিংবা নীল সমুদ্রের পাড় থেকে তাদের নতুন বছরের ছবি!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow