‘না’ ভোটে অবস্থান নেওয়া দল রক্তের সঙ্গে বেঈমানি করবে : নৌপরিবহন উপদেষ্টা
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কোনো দল যদি না ভোটে অবস্থান নেয়, তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেইমানি করবে। বুধবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচারবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যৎ। এরকম সুযোগ সবসময় পাবেন না৷ সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। সেজন্য আপনাদের কাছে আসা। আপনারা যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করতে পারেন, তবে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধিরা কিছু করতে পারবে না৷ এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কোনো দল যদি না ভোটে অবস্থান নেয়, তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেইমানি করবে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচারবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যৎ। এরকম সুযোগ সবসময় পাবেন না৷ সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। সেজন্য আপনাদের কাছে আসা। আপনারা যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করতে পারেন, তবে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধিরা কিছু করতে পারবে না৷
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
What's Your Reaction?