নিজে আর মেইল লিখতে হবে না, রিপ্লাইও হবে অটোমেটিক

ডিজিটাল যুগে ই-মেইল লেখা ও তার উত্তর দেওয়া অনেকের কাছেই সময়সাপেক্ষ ও বিরক্তিকর কাজ হয়ে উঠেছে। সেই চাপ কমাতেই এবার বড় আপডেট নিয়ে হাজির হলো গুগলের জেমিনি এআই। জি-মেইলে যুক্ত হওয়া এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের মেইল লেখার অভিজ্ঞতাকেই বদলে দিতে চলেছে। নতুন আপডেটে যুক্ত হয়েছে ‘হেল্প মি রাইট’ নামের একটি স্মার্ট টুল। এর মাধ্যমে ব্যবহারকারী শুধু কী বিষয়ে মেইল লিখবেন তা জানালেই, পুরো মেইলের একটি খসড়া তৈরি করে দেবে জেমিনি। এরপর চাইলে সেই মেইলকে আরও প্রফেশনাল করতে ‘ফর্মালাইজেশন’, বিস্তারিত যোগ করতে ‘ইলাবরেট’ বা ছোট করে আনতে ‘শর্টান’ অপশন ব্যবহার করা যাবে। এমনকি আগে থেকে লেখা কোনো মেইলও এই টুল দিয়ে সহজেই সম্পাদনা করা সম্ভব। ওয়েব ভার্সনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপেও মিলবে এই সুবিধা। এখানেই থেমে থাকছে না জেমিনির ক্ষমতা। ইনবক্সে আসা ই-মেইলগুলোর উত্তরও স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে দিতে পারবে এই এআই। ধরুন, বন্ধুরা মিলে একটি পিকনিকের পরিকল্পনা করছেন। কেউ মেইল করে জানতে চাইলেন, রসগোল্লার বদলে নলেন গুড়ের সন্দেশ নিলে কেমন হয়। জেমিনি আপনার লেখার ধরন বুঝে ঠিক সেই স্টাইলেই উত্তর তৈরি করে দেবে। আপনাকে শু

নিজে আর মেইল লিখতে হবে না, রিপ্লাইও হবে অটোমেটিক

ডিজিটাল যুগে ই-মেইল লেখা ও তার উত্তর দেওয়া অনেকের কাছেই সময়সাপেক্ষ ও বিরক্তিকর কাজ হয়ে উঠেছে। সেই চাপ কমাতেই এবার বড় আপডেট নিয়ে হাজির হলো গুগলের জেমিনি এআই। জি-মেইলে যুক্ত হওয়া এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের মেইল লেখার অভিজ্ঞতাকেই বদলে দিতে চলেছে।

নতুন আপডেটে যুক্ত হয়েছে ‘হেল্প মি রাইট’ নামের একটি স্মার্ট টুল। এর মাধ্যমে ব্যবহারকারী শুধু কী বিষয়ে মেইল লিখবেন তা জানালেই, পুরো মেইলের একটি খসড়া তৈরি করে দেবে জেমিনি। এরপর চাইলে সেই মেইলকে আরও প্রফেশনাল করতে ‘ফর্মালাইজেশন’, বিস্তারিত যোগ করতে ‘ইলাবরেট’ বা ছোট করে আনতে ‘শর্টান’ অপশন ব্যবহার করা যাবে। এমনকি আগে থেকে লেখা কোনো মেইলও এই টুল দিয়ে সহজেই সম্পাদনা করা সম্ভব। ওয়েব ভার্সনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপেও মিলবে এই সুবিধা।

এখানেই থেমে থাকছে না জেমিনির ক্ষমতা। ইনবক্সে আসা ই-মেইলগুলোর উত্তরও স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে দিতে পারবে এই এআই। ধরুন, বন্ধুরা মিলে একটি পিকনিকের পরিকল্পনা করছেন। কেউ মেইল করে জানতে চাইলেন, রসগোল্লার বদলে নলেন গুড়ের সন্দেশ নিলে কেমন হয়। জেমিনি আপনার লেখার ধরন বুঝে ঠিক সেই স্টাইলেই উত্তর তৈরি করে দেবে। আপনাকে শুধু একবার দেখে নিয়ে পাঠিয়ে দিলেই হবে, চাইলে সামান্য এডিটও করতে পারবেন।

শুধু তাই নয়, লম্বা মেলের মূল বক্তব্য সংক্ষেপে তুলে ধরতেও পারবে জেমিনি। ফলে যাদের হাতে সময় কম, তারা দ্রুত গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। এতে যেমন সময় বাঁচবে, তেমনই কাজও হবে আরও সহজ।

বিশ্বজুড়ে এখন ৩০০ কোটির বেশি মানুষ জি-মেইল ব্যবহার করেন। এর আগেও বানান ঠিক করা বা ব্যাকরণ সংশোধনের মতো সুবিধা এনেছিল গুগল। তবে জেমিনির ‘সাজেস্টেড রিপ্লাই’ ও স্মার্ট রাইটিং ফিচারগুলো ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আরও পড়ুন
গুগল ক্যালেন্ডার ব্যবহারেও হ্যাকারের ফাঁদে পড়তে পারেন
অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগলের নতুন ৫ ফিচার

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow