নিরাপত্তা রক্ষায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে : ডিআইজি রেজাউল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার্থে এরই মধ্যে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় এক্সপ্রেসওয়ের মুখে আইনশৃঙ্খলা রক্ষার কাজে তদারকিকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, নিরাপত্তা রক্ষায় দেশের সব বাহিনী মাঠে রয়েছে। চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অসংখ্য র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও ডিবির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো রকম নাশকতা বরদাশত করা হবে না। তিনি বলেন, যেসব ঝুঁকিপূর্ণ স্থানে নাশকতার আশঙ্কা রয়েছে, সেখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন রয়েছে। আমরা শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা গ্রহণ করেছি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার্থে এরই মধ্যে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড় এক্সপ্রেসওয়ের মুখে আইনশৃঙ্খলা রক্ষার কাজে তদারকিকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এ সময় তিনি বলেন, নিরাপত্তা রক্ষায় দেশের সব বাহিনী মাঠে রয়েছে। চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অসংখ্য র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও ডিবির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কোনো রকম নাশকতা বরদাশত করা হবে না।
তিনি বলেন, যেসব ঝুঁকিপূর্ণ স্থানে নাশকতার আশঙ্কা রয়েছে, সেখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন রয়েছে। আমরা শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা গ্রহণ করেছি।
What's Your Reaction?