নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই : নুরুদ্দিন অপু
শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো ধরনের শঙ্কা নেই। নির্বাচন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কারণ দেশের মানুষের সামনে এখন নির্বাচনের কোনো বিকল্প নেই। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সারাদিন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। মিয়া নুরুদ্দিন অপু বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এবার সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। জনগণ বিশ্বাস করে, এই নির্বাচনে তারা সম্পূর্ণ গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে মিয়া নুরুদ্দিন অপু বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য
শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো ধরনের শঙ্কা নেই। নির্বাচন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কারণ দেশের মানুষের সামনে এখন নির্বাচনের কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সারাদিন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মিয়া নুরুদ্দিন অপু বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এবার সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। জনগণ বিশ্বাস করে, এই নির্বাচনে তারা সম্পূর্ণ গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে মিয়া নুরুদ্দিন অপু বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপি থেকে যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব ঘোষণা করা হয়েছে, আমরা তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। সাধারণ মানুষ এই ৩১ দফাকে ইতিবাচকভাবে গ্রহণ করছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, জনগণ বিএনপি ও তারেক রহমানকে ভালোবেসে শরীয়তপুরের ৩টি আসনেই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে। আমরা জনগণের শক্তিতেই নির্বাচনে বিজয়ী হতে চাই।
এরআগে, দিনব্যাপী তিনি সামন্তসার ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ জণগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি সামন্তসার ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং বিভিন্ন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন।
পরে সন্ধ্যায় বক্সমপট্টি এলাকায় সামন্তসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আ. কাদের হাওলাদার ও মহিলা মেম্বারসহ ৪ শতাধিক নেতাকর্মী নুরুদ্দিন অপুকে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদানে এলাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক কে এম সিদ্দিক আহমেদ, সদস্য নান্টু খানসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা। তারা জানান, দীর্ঘদিন পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং দলীয় কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।
What's Your Reaction?