নেত্রকোনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়
নেত্রকোনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনার যৌথ উদ্যোগে আটপাড়া উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” অনুযায়ী বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্টে আটপাড়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আটপাড়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।উক্ত মোবাইল কোর্টে দুটি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়, পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সাথে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।
নেত্রকোনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনার যৌথ উদ্যোগে আটপাড়া উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” অনুযায়ী বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্টে আটপাড়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আটপাড়া থানার পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা প্রদান করেন।
উক্ত মোবাইল কোর্টে দুটি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়, পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সাথে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন।
What's Your Reaction?