নোয়াখালীতে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১৮টি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত সর্দার মো. রমিজ (৩০) এবং তার পিতা মো. আমিনুল হককে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) লিয়াকত আকবর,জেলা গোয়েন্দা ওসি আশরাফ উদ্দিন,সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ হোসেন জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম থানা পুলিশ যৌথভাবে আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল কাশেমের বসতবাড়ি থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু মো. রমিজকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং ৫ রাউন্ড কার্তুজসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। একই স্থান থেকে তার পিতা মো. আমিনুল হককেও গ্রেফতার করে পুলিশ।মো. রমিজের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ

নোয়াখালীতে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১৮টি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত সর্দার মো. রমিজ (৩০) এবং তার পিতা মো. আমিনুল হককে (৬৮) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) লিয়াকত আকবর,জেলা গোয়েন্দা ওসি আশরাফ উদ্দিন,সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো: আরিফ হোসেন জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম থানা পুলিশ যৌথভাবে আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল কাশেমের বসতবাড়ি থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু মো. রমিজকে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং ৫ রাউন্ড কার্তুজসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। একই স্থান থেকে তার পিতা মো. আমিনুল হককেও গ্রেফতার করে পুলিশ।মো. রমিজের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সে ওই এলাকার একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার হিসেবে পরিচিত।আটককৃত রমিজের পিতা আমিনুল হকের বিরুদ্ধেও খুন ও ডাকাতিসহ ৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ জানায়, আসামিরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি করে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মো. রমিজের বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow