পঞ্চগড়ে এআইয়ের অপব্যবহার রোধে বিএনপির গোলটেবিল আলোচনা

পঞ্চগড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ক্রমাগত বাড়ছে। এআইয়ের অপব্যবহার রোধে বিএনপির উদ্যোগে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেবীগঞ্জ উপজেলার আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিরা অংশ নিয়ে বক্তব্য রাখেন এবং মতামত তুলে ধরেন। এ সময় সকলে এআইয়ের ব্যবহার যাতে মানুষের কল্যাণে হয়, সেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ তার বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি দল বিএনপির বিরুদ্ধে এক লাখ ত্রিশ হাজার ফেক আইডি দিয়ে সারা দেশে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার করে হেনস্থা করবে। তিনি বলেন, এআই এমন একটি প্রযুক্তি যার ব্যবহার করে একটি মানুষকে অনেক কিছু করা সম্ভব। এর ব্যবহার এমন পর্যায়ে চলে গেছে যে, জীবিত মানুষকে মেরে ফেলা হচ্ছে, মৃত মানুষকে জীবিত করা হচ্

পঞ্চগড়ে এআইয়ের অপব্যবহার রোধে বিএনপির গোলটেবিল আলোচনা

পঞ্চগড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ক্রমাগত বাড়ছে। এআইয়ের অপব্যবহার রোধে বিএনপির উদ্যোগে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে পঞ্চগড়-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে দেবীগঞ্জ উপজেলার আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিরা অংশ নিয়ে বক্তব্য রাখেন এবং মতামত তুলে ধরেন। এ সময় সকলে এআইয়ের ব্যবহার যাতে মানুষের কল্যাণে হয়, সেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ তার বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি দল বিএনপির বিরুদ্ধে এক লাখ ত্রিশ হাজার ফেক আইডি দিয়ে সারা দেশে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার করে হেনস্থা করবে। তিনি বলেন, এআই এমন একটি প্রযুক্তি যার ব্যবহার করে একটি মানুষকে অনেক কিছু করা সম্ভব। এর ব্যবহার এমন পর্যায়ে চলে গেছে যে, জীবিত মানুষকে মেরে ফেলা হচ্ছে, মৃত মানুষকে জীবিত করা হচ্ছে। এজন্য নির্বাচন কমিশনকে এআইয়ের ব্যবহার যাতে বস্তুনিষ্ঠ হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, আমরা প্রযুক্তিকে ভয় পাই না, কিন্তু এআইয়ের ব্যবহারে দায়িত্বশীল হতে হবে। এজন্য এই গোলটেবিলের আয়োজন করা হয়েছে। আজকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিয়ে আমরা গণসচেতনতা তৈরি করতে চাই যাতে আগামী নির্বাচনে কেউ এআইয়ের অপব্যবহার করতে না পারে। গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন সংবাদকর্মী মাজেদুল ইসলাম আকাশ। এই গোলটেবিল বৈঠকে দেবীগঞ্জ উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, মসজিদের ইমামসহ প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow