পশ্চিমা চাপকে ‘সরাসরি লড়াই’ বললেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলোর চাপ ইরানের বিরুদ্ধে এক ধরনের সরাসরি লড়াই। এই চাপের লক্ষ্য হলো ইরানকে দুর্বল করা। শনিবার (২৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরানের ওপর যে চাপ দেওয়া হচ্ছে, তা ইরান–ইরাক যুদ্ধের সময়ের চেয়েও কঠিন। তবে এই লড়াই অস্ত্র দিয়ে নয়, বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক বাধা এবং প্রচারের মাধ্যমে চালানো হচ্ছে। পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের পর থেকেই ইরানের বিরুদ্ধে নেতিবাচক প্রচার আরও বেড়েছে। এসব প্রচারের উদ্দেশ্য জনগণের মনোবল ভেঙে দেওয়া। তিনি দাবি করেন, আগেও এ ধরনের চাপ ইরানকে ভাঙতে পারেনি। দেশের ভেতরের ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি। সূত্র : শাফাক নিউজ  

পশ্চিমা চাপকে ‘সরাসরি লড়াই’ বললেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলোর চাপ ইরানের বিরুদ্ধে এক ধরনের সরাসরি লড়াই। এই চাপের লক্ষ্য হলো ইরানকে দুর্বল করা।

শনিবার (২৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরানের ওপর যে চাপ দেওয়া হচ্ছে, তা ইরান–ইরাক যুদ্ধের সময়ের চেয়েও কঠিন। তবে এই লড়াই অস্ত্র দিয়ে নয়, বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক বাধা এবং প্রচারের মাধ্যমে চালানো হচ্ছে।

পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের পর থেকেই ইরানের বিরুদ্ধে নেতিবাচক প্রচার আরও বেড়েছে। এসব প্রচারের উদ্দেশ্য জনগণের মনোবল ভেঙে দেওয়া।

তিনি দাবি করেন, আগেও এ ধরনের চাপ ইরানকে ভাঙতে পারেনি। দেশের ভেতরের ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি। সূত্র : শাফাক নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow