পাংশায় যুবক হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীর পাংশা পৌর শহরের ১ নং ওয়ার্ডের চরদূর্লভদিয়া গ্রামের আব্রাহাম খান ওরফে আলিম খানকে জবাই করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে ঘাতকের ফাঁসির দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পাংশা মডেল থানার সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচিতে কয়েক শত নারী-পুরুষ অংশ নিয়ে বিচার দাবি করেন।গত ১৬ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শ্রীনিবাসদী এলাকার পাকা রাস্তা ও বালুর মাঠের পাশে মাথাবিহীন এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতকে শনাক্ত করে। তিনি আব্রাহাম খান (২৭), যার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।আড়াইহাজার উপজেলায় যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত রুহুল আমিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। এ ঘটনায় নিহতের পিতা ওয়াজেদ আলী খান আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে পিবিআই'র একটি অভিযানিক দল রুহুল আমিন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে। তার ব

পাংশায় যুবক হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীর পাংশা পৌর শহরের ১ নং ওয়ার্ডের চরদূর্লভদিয়া গ্রামের আব্রাহাম খান ওরফে আলিম খানকে জবাই করে হত্যার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে ঘাতকের ফাঁসির দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পাংশা মডেল থানার সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচিতে কয়েক শত নারী-পুরুষ অংশ নিয়ে বিচার দাবি করেন।

গত ১৬ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শ্রীনিবাসদী এলাকার পাকা রাস্তা ও বালুর মাঠের পাশে মাথাবিহীন এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতকে শনাক্ত করে। তিনি আব্রাহাম খান (২৭), যার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।

আড়াইহাজার উপজেলায় যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত রুহুল আমিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। এ ঘটনায় নিহতের পিতা ওয়াজেদ আলী খান আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে পিবিআই'র একটি অভিযানিক দল রুহুল আমিন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করে। তার বাড়িও রাজবাড়ীর পাংশা উপজেলায়।

গ্রেপ্তারকৃত রুহুল আমিন প্রাথমিক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পিবিআই জানিয়েছে। নিহত আব্রাহাম খানের সাথে রুহুল আমিনের খালা মরিয়মের পরকীয়ার সম্পর্ক ছিল।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মানববন্ধন ও হত্যাকাণ্ড সম্পর্কে আমরা অবগত আছি। যেহেতু বিষয়টি আড়াইহাজার থানার অধীনে এবং তারাই তদন্ত করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow