পাকিস্তানের হামলায় ২৩ আফগান তালেবান সেনা নিহত
পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় গত শুক্রবার ও শনিবার দুই দিনে অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত তাদের প্রতিবেদন উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়েছে, বেলুচিস্তানের চামান সীমান্তে এই নিহতের ঘটনা ঘটে। একটি বিশ্বস্ত সূত্রের বরাতে দ্য নিউজ দাবি করেছে, শুক্রবার রাতের দিকে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্রে গুলি চালায়। এর পরপরই পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দিতে শুরু করে। প্রায় ৪৫ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও পরে ভারী অস্ত্র মোতায়েন করা হয়। এতে রকেট লঞ্চার, কামান ও অন্যান্য ভারী গোলাবারুদ ব্যবহৃত হয়। হামলায় আফগান তালেবান বাহিনীর তিনটি সীমান্তচৌকি ধ্বংস হয়ে যায়। সূত্রটি আরও দাবি করেছে, সাধারণ মানুষকে ক্ষতি থেকে বাঁচাতে ‘নির্ভূল অস্ত্র’ ব্যবহার করা হয়েছে। প্রথম ধাক্কায় আফগান সেনারা পিছু হটে জনবহুল এলাকায় অবস্থান নেয় বলে জানায় সূত্রগুলো। তবে সেখান থেকেও তারা গুলি ছোড়ায় পাকিস্তান সেনারা জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র
পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় গত শুক্রবার ও শনিবার দুই দিনে অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ। রোববার (৭ ডিসেম্বর) প্রকাশিত তাদের প্রতিবেদন উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়েছে, বেলুচিস্তানের চামান সীমান্তে এই নিহতের ঘটনা ঘটে। একটি বিশ্বস্ত সূত্রের বরাতে দ্য নিউজ দাবি করেছে, শুক্রবার রাতের দিকে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্রে গুলি চালায়।
এর পরপরই পাকিস্তানি সেনারা পাল্টা জবাব দিতে শুরু করে। প্রায় ৪৫ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও পরে ভারী অস্ত্র মোতায়েন করা হয়। এতে রকেট লঞ্চার, কামান ও অন্যান্য ভারী গোলাবারুদ ব্যবহৃত হয়। হামলায় আফগান তালেবান বাহিনীর তিনটি সীমান্তচৌকি ধ্বংস হয়ে যায়।
সূত্রটি আরও দাবি করেছে, সাধারণ মানুষকে ক্ষতি থেকে বাঁচাতে ‘নির্ভূল অস্ত্র’ ব্যবহার করা হয়েছে।
প্রথম ধাক্কায় আফগান সেনারা পিছু হটে জনবহুল এলাকায় অবস্থান নেয় বলে জানায় সূত্রগুলো। তবে সেখান থেকেও তারা গুলি ছোড়ায় পাকিস্তান সেনারা জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র দিয়ে হামলা চালায়।
সূত্র: দ্য নিউজ
What's Your Reaction?