পালিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেত্রী শাহনাজের

পলাতক মহিলা লীগের নেত্রী শাহনাজ গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) রাত ২টার দিকে গ্রেপ্তার হন তিনি। এর আগে একই দিন দুপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বাড়ি থেকে তিনি পালিয়ে যান। শাহনাজ পারভীন রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী। গ্রেপ্তার শাহনাজ পারভীন রানী বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক, বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক ডিজঅনার মামলায় যুগ্ম দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি শাহনাজকে এক বছরের সাজা প্রদান করেন। একই সঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়। এ রায়ের পর থেকে তিনি (শাহনাজ পারভীন রানী) আত্মগোপনে ছিলেন। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন রানী পলাতক ছিলেন। সোমবার দুপুরে আসামি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে গেলে তিনি (রানী) পালিয়ে যান। পরে থানা পুল

পালিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেত্রী শাহনাজের

পলাতক মহিলা লীগের নেত্রী শাহনাজ গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) রাত ২টার দিকে গ্রেপ্তার হন তিনি।

এর আগে একই দিন দুপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে বাড়ি থেকে তিনি পালিয়ে যান। শাহনাজ পারভীন রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী।

গ্রেপ্তার শাহনাজ পারভীন রানী বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক, বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক ডিজঅনার মামলায় যুগ্ম দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি শাহনাজকে এক বছরের সাজা প্রদান করেন। একই সঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়। এ রায়ের পর থেকে তিনি (শাহনাজ পারভীন রানী) আত্মগোপনে ছিলেন।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন রানী পলাতক ছিলেন। সোমবার দুপুরে আসামি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে গেলে তিনি (রানী) পালিয়ে যান। পরে থানা পুলিশ পালিয়ে যাওয়া এই সাজাপ্রাপ্ত আসামির অবস্থান শনাক্ত করে সোমবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow