পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে পিরোজপুর-১ আসনের জন্য অধ্যক্ষ আলমগীর হোসেনের নাম ঘোষণা করেন। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে তিনি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করলে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, মোস্তফা জামাল হায়দার নির্বাচনে অংশ নিতে অক্ষমতার কথা জানালে দলীয়ভাবে আলোচনা শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। তিনি আরও বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ায় জেলা বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আম

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি
পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে পিরোজপুর-১ আসনের জন্য অধ্যক্ষ আলমগীর হোসেনের নাম ঘোষণা করেন। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে তিনি শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনে অংশগ্রহণে অপারগতা প্রকাশ করলে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, মোস্তফা জামাল হায়দার নির্বাচনে অংশ নিতে অক্ষমতার কথা জানালে দলীয়ভাবে আলোচনা শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। তিনি আরও বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে মনোনয়ন দেওয়ায় জেলা বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত। মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের এই আস্থায় আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, দলের সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বিজয় অর্জন করে বিএনপিকে এই আসন উপহার দেব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow