প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩

সিরাজগঞ্জে প্রকাশ্যে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।  সোমবার (২৯ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, আমরা সন্দেহভাজন তিনজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।  এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে এ ঘটনায় নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।  আটককৃতরা হলেন—শহরের ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মো. আশিক (২২), একই মহল্লার জামাল শেখের ছেলে মো. সাকিব ইব্রাহিম (২৮) ও উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)। জানা গেছে, রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলে

প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ৩
সিরাজগঞ্জে প্রকাশ্যে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।  সোমবার (২৯ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এ তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, আমরা সন্দেহভাজন তিনজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।  এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে এ ঘটনায় নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।  আটককৃতরা হলেন—শহরের ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মো. আশিক (২২), একই মহল্লার জামাল শেখের ছেলে মো. সাকিব ইব্রাহিম (২৮) ও উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)। জানা গেছে, রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজছাত্রকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।  এ ঘটনায় ভাইরাল হওয়া সিসি ক্যামেরায় দেখা যায়, চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow