প্রথমবারের মতো মহাকাশে অসুস্থতা, পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

নির্ধারিত সময়ের আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) মিশন শেষ করে চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। একজন নভোচারীর গুরুতর অসুস্থতার কারণে তারা নির্ধারিত সময়ের আগে ফিরে আসেন।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে স্পেসএক্সের রকেটটি ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। খবর রয়টার্সের।  প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যগত জরুরি অবস্থার কারণে নাসা আইএসএসে অবস্থানরত একটি পূর্ণ ক্রু মিশন নির্ধারিত সময়ের আগেই শেষ করার ঘটনা এটিই প্রথম। ক্যাপসুলটি পানিতে ভেসে ওঠার পর আশপাশে ডলফিনের একটি দলকে সাঁতার কাটতে দেখা যায়। এ ঘটনা দৃশ্যটিকে আরও স্মরণীয় করে তোলে। স্পেসএক্সের নিয়ন্ত্রণকেন্দ্রে রেডিও বার্তায় মিশনের কমান্ডার, নাসার নভোচারী জেনা কার্ডম্যান বলেন, পৃথীবিতে ফিরে ভালো লাগছে। ফেরত আসা চার নভোচারী হলেন—মার্কিন নভোচারী জেনা কার্ডম্যান (৩৮) ও মাইক ফিনকে (৫৮), জাপানের কিমিয়া ইউই (৫৫) এবং রাশিয়ার কসমোনট ওলেগ প্লাতোনভ (৩৯)। রয়টার্স জানিয়েছে, অবরতণের এক ঘণ্টার মধ্যেই উদ্ধারকারী দল ক্যাপসুলটি জাহাজে তুলে নেয় এবং প্রায় ২৪ সপ্তাহ পর নভোচারীদের প্রথমবারের মতো খোলা বাতাসে শ্বাস নেওয়ার

প্রথমবারের মতো মহাকাশে অসুস্থতা, পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
নির্ধারিত সময়ের আগেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) মিশন শেষ করে চার নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। একজন নভোচারীর গুরুতর অসুস্থতার কারণে তারা নির্ধারিত সময়ের আগে ফিরে আসেন।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে স্পেসএক্সের রকেটটি ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। খবর রয়টার্সের।  প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যগত জরুরি অবস্থার কারণে নাসা আইএসএসে অবস্থানরত একটি পূর্ণ ক্রু মিশন নির্ধারিত সময়ের আগেই শেষ করার ঘটনা এটিই প্রথম। ক্যাপসুলটি পানিতে ভেসে ওঠার পর আশপাশে ডলফিনের একটি দলকে সাঁতার কাটতে দেখা যায়। এ ঘটনা দৃশ্যটিকে আরও স্মরণীয় করে তোলে। স্পেসএক্সের নিয়ন্ত্রণকেন্দ্রে রেডিও বার্তায় মিশনের কমান্ডার, নাসার নভোচারী জেনা কার্ডম্যান বলেন, পৃথীবিতে ফিরে ভালো লাগছে। ফেরত আসা চার নভোচারী হলেন—মার্কিন নভোচারী জেনা কার্ডম্যান (৩৮) ও মাইক ফিনকে (৫৮), জাপানের কিমিয়া ইউই (৫৫) এবং রাশিয়ার কসমোনট ওলেগ প্লাতোনভ (৩৯)। রয়টার্স জানিয়েছে, অবরতণের এক ঘণ্টার মধ্যেই উদ্ধারকারী দল ক্যাপসুলটি জাহাজে তুলে নেয় এবং প্রায় ২৪ সপ্তাহ পর নভোচারীদের প্রথমবারের মতো খোলা বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ হয়। মাইক্রোগ্র্যাভিটিতে দীর্ঘ সময় থাকার কারণে তারা নিজেরা হাঁটতে অক্ষম ছিলেন, তাই বিশেষ স্ট্রেচারে করে তাদের মেডিকেল চেকআপের জন্য নেওয়া হয়। পরে আরও পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। নাসা গত ৮ জানুয়ারি জানায়, এক নভোচারীর ‘গুরুতর স্বাস্থ্যগত সমস্যা’ দেখা দেওয়ায় পুরো দলকে দ্রুত পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গোপনীয়তার কারণে কার অসুস্থতা বা কী ধরনের সমস্যা তার বিস্তারিত জানানো হয়নি। নাসার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জেমস পোল্ক বলেন, এই সমস্যা কোনো মহাকাশ কার্যক্রমজনিত আঘাতের কারণে হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow