প্রথমবার এলএনজি রপ্তানির চুক্তি করল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির একটি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার (১৭ জানুয়ারি) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেন। খবর শাফাক নিউজের।  জাতীয় উৎপাদনশীল অর্থনীতি কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে ডেলসি রদ্রিগেজ বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানির অভ্যন্তরীণ উদ্যোগের ফল হিসেবেই এই চুক্তি হয়েছে। এটি সরকারের নতুন অর্থনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে অর্থনৈতিক বৈচিত্র্য ও আমদানি নির্ভরতা কমানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি জানান, হাইড্রোকার্বন রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আর জ্বালানি আমদানিতে ব্যয় করা হবে না। বরং এই অর্থ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা হবে। এর অংশ হিসেবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সার্বভৌম সম্পদ তহবিল (সোভেরেইন ওয়েলথ ফান্ড) গঠনের পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া কৃষি, মৎস্য, খাদ্য শিল্প ও পর্যটনের মতো উৎপাদনশীল খাতে অর্থায়নের ওপর জোর দেওয়া হবে, আর্থিক বা মুদ্রা জল্পনার খাতে নয় বলে জানান তিনি। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন অ্

প্রথমবার এলএনজি রপ্তানির চুক্তি করল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলা প্রথমবারের মতো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির একটি চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার (১৭ জানুয়ারি) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেন। খবর শাফাক নিউজের। 

জাতীয় উৎপাদনশীল অর্থনীতি কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে ডেলসি রদ্রিগেজ বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানির অভ্যন্তরীণ উদ্যোগের ফল হিসেবেই এই চুক্তি হয়েছে। এটি সরকারের নতুন অর্থনৈতিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে অর্থনৈতিক বৈচিত্র্য ও আমদানি নির্ভরতা কমানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, হাইড্রোকার্বন রপ্তানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা আর জ্বালানি আমদানিতে ব্যয় করা হবে না। বরং এই অর্থ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা হবে। এর অংশ হিসেবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সার্বভৌম সম্পদ তহবিল (সোভেরেইন ওয়েলথ ফান্ড) গঠনের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া কৃষি, মৎস্য, খাদ্য শিল্প ও পর্যটনের মতো উৎপাদনশীল খাতে অর্থায়নের ওপর জোর দেওয়া হবে, আর্থিক বা মুদ্রা জল্পনার খাতে নয় বলে জানান তিনি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ওই অভিযানে প্রায় ২০০ জন নিহত হন এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে হাজির করা হয়।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow