প্রেম গুঞ্জনে রাম-ভাগ্যশ্রী
নতুন ছবির প্রমোশন ছিল মাত্র একটি আয়োজন। অথচ সেই মঞ্চেই যেন প্রেমের স্পন্দন ধরা পড়ল! ‘অন্ধ্রা কিং তালুকা’র জমকালো অনুষ্ঠানে সহ-অভিনেতা রাম পোথিনেনিকে নিয়ে ভাগ্যশ্রী বোরসের উচ্ছ্বাসভরা মন্তব্য শুনে মুহূর্তেই সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। বহুদিনের গুঞ্জন—প্রেম কিংবা গোপন বাগদান—এতদিন ছিল কেবল ফিসফাসের গল্প। কিন্তু ভাগ্যশ্রীর আবেগমাখা বক্তব্যে যেন এক লহমায় বদলে গেল সব হিসাব—ভক্তদের বিশ্বাস, এই জুটি কেবল পর্দায় নয়, বাস্তবেও লিখছেন তাদের নিজের রোম্যান্সের গল্প। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবির প্রচারণা অনুষ্ঠানে মঞ্চে উঠে ভাগ্যশ্রী বলেন, 'কে সেই মানুষ, যে তার ভক্তদের এত ভালোবাসে যে তাদের জন্যই একটা সিনেমা বানিয়েছে? কে সেই মানুষ, যে তার ভক্তদের জন্য সবকিছু করতে প্রস্তুত? আর সেই একজনই আছে এম আন্তারো। তাকে কী বলে? কিং অব হার্টস বলে। আপনি যাকে বলেন রাম।' ভাগ্যশ্রীর প্রশংসা শুনে রাম বেশ অবাক হয়ে যান, লজ্জায় গাল লাল হয়ে যায় তার। অভিনেত্রী আরও বলেন,’আজকের দিনটা পুরোটা তার জন্য, আমাদের বা অন্য কারও জন্য নয়। সবকিছুই রাম পোথিনেনির। কারণ তিনি এই সব ভালোবাসার যোগ্য। ধন্যবাদ রাম, তুমি সেরার সেরা, এ
নতুন ছবির প্রমোশন ছিল মাত্র একটি আয়োজন। অথচ সেই মঞ্চেই যেন প্রেমের স্পন্দন ধরা পড়ল! ‘অন্ধ্রা কিং তালুকা’র জমকালো অনুষ্ঠানে সহ-অভিনেতা রাম পোথিনেনিকে নিয়ে ভাগ্যশ্রী বোরসের উচ্ছ্বাসভরা মন্তব্য শুনে মুহূর্তেই সরগরম হয়ে উঠেছে নেটদুনিয়া। বহুদিনের গুঞ্জন—প্রেম কিংবা গোপন বাগদান—এতদিন ছিল কেবল ফিসফাসের গল্প। কিন্তু ভাগ্যশ্রীর আবেগমাখা বক্তব্যে যেন এক লহমায় বদলে গেল সব হিসাব—ভক্তদের বিশ্বাস, এই জুটি কেবল পর্দায় নয়, বাস্তবেও লিখছেন তাদের নিজের রোম্যান্সের গল্প।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবির প্রচারণা অনুষ্ঠানে মঞ্চে উঠে ভাগ্যশ্রী বলেন, 'কে সেই মানুষ, যে তার ভক্তদের এত ভালোবাসে যে তাদের জন্যই একটা সিনেমা বানিয়েছে? কে সেই মানুষ, যে তার ভক্তদের জন্য সবকিছু করতে প্রস্তুত? আর সেই একজনই আছে এম আন্তারো। তাকে কী বলে? কিং অব হার্টস বলে। আপনি যাকে বলেন রাম।'
ভাগ্যশ্রীর প্রশংসা শুনে রাম বেশ অবাক হয়ে যান, লজ্জায় গাল লাল হয়ে যায় তার।
অভিনেত্রী আরও বলেন,’আজকের দিনটা পুরোটা তার জন্য, আমাদের বা অন্য কারও জন্য নয়। সবকিছুই রাম পোথিনেনির। কারণ তিনি এই সব ভালোবাসার যোগ্য। ধন্যবাদ রাম, তুমি সেরার সেরা, এবং তুমি এই ভালোবাসার যোগ্য। আমরা তোমাকে ভালোবাসি, তুমি শীর্ষে থাকো এবং আমাদের সঙ্গে থাকো, কারণ তুমি আমাদের জন্য সবসময়ই উঁচু স্থানেই থাকবে।‘
ভাগ্যশ্রীর বক্তব্য ও রামের প্রতিক্রিয়া দেখে অনেক ভক্তই নিশ্চিত হয়েছেন—তারা সত্যিই প্রেম করছেন। একাধিক এক্স (টুইটার) ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী সেই বক্তৃতার ক্লিপ শেয়ার করে দাবি করেছেন বিষয়টি নিয়ে।
কিছু ভক্তের মনে হয়েছে—যেভাবে বিজয় দেবরকোন্ডা আর রাশমিকা মান্দান্না নিজেদের সম্পর্ক আড়াল করে রেখেছিলেন, ভাগ্যশ্রী ও রামও হয়তো একই পথে হাঁটছেন। একজন লিখেছেন, 'রাশমিকা–ভিডি ভাইবস (বিজয় দেবরকোন্ডা আর রাশমিকাকে মনে করিয়ে দিচ্ছে)।'
অন্ধ্রা কিং তালুকা ছবিটি পরিচালনা করেছেন মহেশ বাবু পাচিগোলা। রাম ও ভাগ্যশ্রীর পাশাপাশি এতে অভিনয় করেছেন নিমা উপেন্দ্র। সিনেমাটি আসছে ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে।
What's Your Reaction?