ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এআই সহকারী

মজিলা এবার ফায়ারফক্সে নিয়ে আসছে ‘এআই উইন্ডো’ নামের নতুন ফিচার। এটি ব্যবহারকারীদের ব্রাউজিংয়ের সময় এআই সহকারীর সাহায্য নিতে দেবে, কিন্তু পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে - চালু করবেন, বন্ধ করবেন বা না ব্যবহার করাই আপনি ঠিক করবেন। আরও পড়ুন : গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা আরও পড়ুন : রাউটারের মাসিক বিদ্যুৎ খরচ জেনে নিন এআই উইন্ডো কী করে : এআই উইন্ডো ওয়েব ব্রাউজিংকে আরও সহজ ও স্মার্ট করবে। এটি ওয়েবপেজ বুঝতে সাহায্য করবে, সংক্ষিপ্ত সারাংশ তৈরি করবে, অনুসন্ধানকে আরও প্রাসঙ্গিক করবে এবং প্রয়োজন অনুযায়ী টাস্কে পরামর্শ দেবে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না - আপনিই চাইলে ব্যবহার করবেন। ওপেন সোর্স ও পরীক্ষামূলক সুবিধা : মজিলা এ ফিচারটি ওপেন সোর্স প্রযুক্তির উপর তৈরি করছে। পরীক্ষামূলকভাবে এটি কিছু ব্যবহারকারীর কাছে ইতিমধ্যেই এসেছে, ধীরে ধীরে সবাই এর সুযোগ পাবেন। ব্যবহারকারীদের ফিডব্যাক অনুযায়ী মজিলা ফিচারটি আরও উন্নত করছে। গোপনীয়তা ও ব্যবহারকারীর স্বাধীনতা : ফায়ারফক্সে প্রাইভেসি এখনো মূল ধারা। চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করা যাবে। মজিলা নিশ্চিত করছে, ব্যবহারকারীরা কোনো একক সিস্টে

ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর নিয়ন্ত্রণে এআই সহকারী

মজিলা এবার ফায়ারফক্সে নিয়ে আসছে ‘এআই উইন্ডো’ নামের নতুন ফিচার। এটি ব্যবহারকারীদের ব্রাউজিংয়ের সময় এআই সহকারীর সাহায্য নিতে দেবে, কিন্তু পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে - চালু করবেন, বন্ধ করবেন বা না ব্যবহার করাই আপনি ঠিক করবেন।

আরও পড়ুন : গুগলের জেমিনি লাইভে এসেছে নতুন ৫ সুবিধা

আরও পড়ুন : রাউটারের মাসিক বিদ্যুৎ খরচ জেনে নিন

এআই উইন্ডো কী করে : এআই উইন্ডো ওয়েব ব্রাউজিংকে আরও সহজ ও স্মার্ট করবে। এটি ওয়েবপেজ বুঝতে সাহায্য করবে, সংক্ষিপ্ত সারাংশ তৈরি করবে, অনুসন্ধানকে আরও প্রাসঙ্গিক করবে এবং প্রয়োজন অনুযায়ী টাস্কে পরামর্শ দেবে। তবে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না - আপনিই চাইলে ব্যবহার করবেন।

ওপেন সোর্স ও পরীক্ষামূলক সুবিধা : মজিলা এ ফিচারটি ওপেন সোর্স প্রযুক্তির উপর তৈরি করছে। পরীক্ষামূলকভাবে এটি কিছু ব্যবহারকারীর কাছে ইতিমধ্যেই এসেছে, ধীরে ধীরে সবাই এর সুযোগ পাবেন। ব্যবহারকারীদের ফিডব্যাক অনুযায়ী মজিলা ফিচারটি আরও উন্নত করছে।

গোপনীয়তা ও ব্যবহারকারীর স্বাধীনতা : ফায়ারফক্সে প্রাইভেসি এখনো মূল ধারা। চাইলে প্রাইভেট উইন্ডো ব্যবহার করা যাবে। মজিলা নিশ্চিত করছে, ব্যবহারকারীরা কোনো একক সিস্টেমের মধ্যে আটকা পড়বেন না। এআই ব্যবহারে কোনো বাধ্যবাধকতা নেই - সম্পূর্ণ সিদ্ধান্ত ব্যবহারকারীর হাতে।

অনেক কোম্পানি এখন সার্চবারের জায়গায় চ্যাটবট বা এআই কেন্দ্রিক ব্রাউজার নিয়ে আসছে। মজিলা ভিন্ন পথে হাঁটছে - ওপেন ওয়েব, ব্যবহারকারীর চয়েস এবং কাস্টমাইজেশনকে গুরুত্ব দিয়ে।

আরও পড়ুন : উইন্ডোজ ১১-এ আসছে নতুন ফিচার

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ আনছে নতুন ফিচার

এআই উইন্ডো বড় সম্ভাবনার দিকে এক ধাপ। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে ওয়েব কনটেন্ট বোঝা, টাস্ক অটোমেশন এবং প্রসঙ্গভিত্তিক সাহায্য আরও স্মার্ট হবে। মজিলা এই ফিচারের মাধ্যমে ওয়েবকে নিরাপদ, মুক্ত এবং ব্যবহারকারীর শর্তে এআই ব্যবহার করার সুযোগ দিচ্ছে।

সূত্র : প্রযুক্তি 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow