ফিক্সিংয়ের অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক শামীম
ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পর স্বেচ্ছায় নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক পদ ও অডিট কমিটির চেয়ারম্যানসহ তার সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। নিজের পোস্টে শামীম জানান, সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে একটি স্বাধীন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনোভাবেই দোষ স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও বোর্ডের ভাবমূর্তি রক্ষার জন্য তার ব্যক্তিগত দায়বদ্ধতার প্রকাশ। ফেসবুকে দেওয়া বক্তব্যে তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে আমি স্বেচ্ছায় বিসিবির সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দোষ স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার অঙ্গীকারের বহিঃপ্রকাশ।’ তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে কষ্টের হলেও প্রতিষ্ঠানের স্বার্থকে প্
ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পর স্বেচ্ছায় নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক পদ ও অডিট কমিটির চেয়ারম্যানসহ তার সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।
নিজের পোস্টে শামীম জানান, সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে একটি স্বাধীন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনোভাবেই দোষ স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও বোর্ডের ভাবমূর্তি রক্ষার জন্য তার ব্যক্তিগত দায়বদ্ধতার প্রকাশ।
ফেসবুকে দেওয়া বক্তব্যে তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে আমি স্বেচ্ছায় বিসিবির সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দোষ স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার অঙ্গীকারের বহিঃপ্রকাশ।’
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে কষ্টের হলেও প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি পদত্যাগ করেছেন।
“ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ,” বলেন শামীম।
তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, সত্য ও ন্যায়ের ওপর তার আস্থা রয়েছে এবং তিনি তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ সহায়তা করবেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এক ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক শামীমের বিরুদ্ধে বিপিএলের একটি ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, সিলেট পর্বে অনুষ্ঠিত একটি ম্যাচকে কেন্দ্র করে ম্যাচ গড়াপেটার পরিকল্পনা, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে শামীমের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি কল রেকর্ড ও অন্যান্য তথ্যের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই অভিযোগ প্রকাশের পরপরই তদন্তের স্বার্থে নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন শামীম। সর্বশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি এবং পরে অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান।
What's Your Reaction?