ফুটবলে ভারতের বিপক্ষে জয়, নেটজুড়ে উল্লাস

২২ বছর আগে হারানোর পর ১০ বার ভারতের মোকাবিলা করেও জয় পাচ্ছিল না বাংলাদেশ। অবেশেষে সেই কাঙ্ক্ষিত জয়টি এলো। যে মাঠে ২০০৩ সালে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ, সেই মাঠেই। ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছে ভারতের বিপক্ষে। সেই জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে। বাংলাদেশিরা তাদের আনন্দ-উল্লাস প্রকাশ করছেন বিভিন্ন পোস্টের মাধ্যমে। অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলকে। অজয় কুমার দে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ ফুটবল দলকে। বাংলাদেশ ১-০ ভারত।’ বাদল খান লিখেছেন, ‘২২ বছর পর ফুটবল মাঠে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের। জয়ের আনন্দে আমার পক্ষ থেকে আগামীকাল বুধবার দুপুর ২টার সময় কারওয়ান বাজার স্টারে কাচ্চি পার্টি হবে।’ এম এরশাদ আলী লিখেছেন, ‘এমন জয় মনে আনন্দ দেয়, শুভ কামনা হামজা বাহিনী...’ আরও পড়ুনশিক্ষকদের দাবি নিয়ে সরব নেটদুনিয়াএবার সমালোচনার মুখে ভাইরাল রিপন মিয়া মহিউদ্দিন আলী মাহি লিখেছেন, ‘২০০৩ কাঞ্চন, মুন্না। ২০২৫ মোরসালিন।’ রফিকুল ইসলাম লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ ফুটবল দলকে! ইতিহাস গড়লো আজকের ম্যাচে ১-০ গোলে ভারতকে পরাজিত করে।’

ফুটবলে ভারতের বিপক্ষে জয়, নেটজুড়ে উল্লাস

২২ বছর আগে হারানোর পর ১০ বার ভারতের মোকাবিলা করেও জয় পাচ্ছিল না বাংলাদেশ। অবেশেষে সেই কাঙ্ক্ষিত জয়টি এলো। যে মাঠে ২০০৩ সালে ভারতকে শেষবার হারিয়েছিল বাংলাদেশ, সেই মাঠেই। ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছে ভারতের বিপক্ষে।

সেই জয়ের আনন্দ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে। বাংলাদেশিরা তাদের আনন্দ-উল্লাস প্রকাশ করছেন বিভিন্ন পোস্টের মাধ্যমে। অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলকে।

অজয় কুমার দে লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ ফুটবল দলকে। বাংলাদেশ ১-০ ভারত।’

বাদল খান লিখেছেন, ‘২২ বছর পর ফুটবল মাঠে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের। জয়ের আনন্দে আমার পক্ষ থেকে আগামীকাল বুধবার দুপুর ২টার সময় কারওয়ান বাজার স্টারে কাচ্চি পার্টি হবে।’

এম এরশাদ আলী লিখেছেন, ‘এমন জয় মনে আনন্দ দেয়, শুভ কামনা হামজা বাহিনী...’

আরও পড়ুন
শিক্ষকদের দাবি নিয়ে সরব নেটদুনিয়া
এবার সমালোচনার মুখে ভাইরাল রিপন মিয়া

মহিউদ্দিন আলী মাহি লিখেছেন, ‘২০০৩ কাঞ্চন, মুন্না। ২০২৫ মোরসালিন।’

রফিকুল ইসলাম লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ ফুটবল দলকে! ইতিহাস গড়লো আজকের ম্যাচে ১-০ গোলে ভারতকে পরাজিত করে।’

আমিরুল বাসার লিখেছেন, ‘কনগ্রাচুলেশনস বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম।’

রাশেদুল হাসান লিখেছেন, ‘অভিনন্দন টিম বাংলাদেশ...’

আলামিন সরল লিখেছেন, ‘হোয়াট আ গোল! ভারতের বিরুদ্ধে জয় মানেই দারুণের চেয়েও বেশি কিছু। অভিনন্দন বাংলাদেশ।’

এসইউ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow