ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১৩

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ১৩ জনকে আটক করা হয়েছে।   শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে।  সংঘর্ষে আহতরা হলেন— সেলিম মিয়া (৩৫), অজকরুনি মিয়া (৪৫), ছনিয়া বেগম (২৪), ইমন মিয়া (২২), সাদ্দাম মিয়া (৩০), সাজু (৫৪), সবুজ মিয়া (৩৩), শরীফ (২৫), মাহবু্র (৩৪), পাবেল (২৬), ইকবাল মিয়া (৫১) ও সালমান ফরাজি (১৭)। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।  এদের মধ্যে গুরুতর আহত সবুজ মিয়া, সাদ্দাম মিয়া ও সালমান ফরাজিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া বাকিরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যচর গ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় যুবকদের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, আটক ১৩

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ১৩ জনকে আটক করা হয়েছে।  

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় দুই পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। 

সংঘর্ষে আহতরা হলেন— সেলিম মিয়া (৩৫), অজকরুনি মিয়া (৪৫), ছনিয়া বেগম (২৪), ইমন মিয়া (২২), সাদ্দাম মিয়া (৩০), সাজু (৫৪), সবুজ মিয়া (৩৩), শরীফ (২৫), মাহবু্র (৩৪), পাবেল (২৬), ইকবাল মিয়া (৫১) ও সালমান ফরাজি (১৭)। তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। 

এদের মধ্যে গুরুতর আহত সবুজ মিয়া, সাদ্দাম মিয়া ও সালমান ফরাজিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া বাকিরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যচর গ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় যুবকদের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এ ফুটবল খেলায় উপজেলার মধ্যেরচর কলেজ পাড়া ফুটবল একাদশ ও ভাটিকৃষ্ণনগর ফুটবল একাদশ অংশ নেয়। খেলা চলাকালে ভাটিকৃষ্ণনগর যখন পরপর দুটি গোল দেয় এরই উত্তেজনার জেরে দু’পক্ষের লোকজনের মধ্যে মাঠেই মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে স্থানীয় নেতারা পরিস্থিতি সামাল দেন। 

পরে শনিবার (১০ জানুয়ারি) সকালে মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য লোকজন বৈঠকে বসলে মধ্যচর গ্রামের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ ৩ ঘণ্টা সংঘর্ষ চলার পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ভৈরব থানার (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ কালবেলাকে বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মধ্যচর গ্রামের দুপক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তিনি আরও জানান, এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow