ক্ষমতায় এলে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ জানালেন রেজা পাহলভি

ক্ষমতায় এলে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ কী হবে তা জানিয়েছেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তিনি জানিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্রের পতনের পর ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  রেজা পাহলভি বলেন, আজকের ইরান যে ‘সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের’ সঙ্গে যুক্ত, সেই পরিচয় বিলুপ্ত হবে। এর পরিবর্তে একটি সুন্দর, শান্তিপ্রিয় ও সমৃদ্ধ ইরান গড়ে উঠবে। বর্তমান শাসনব্যবস্থা ভেঙে পড়লে ইরানের সামরিক পরমাণু কর্মসূচির অবসান ঘটবে। একই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে।  তিনি বলেন, একটি স্বাধীন ইরান আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার ও চরমপন্থি ইসলামবাদের বিরুদ্ধে কাজ করবে এবং অঞ্চলটিতে একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা রাখবে। রেজা পাহলভি বলেন, ভবিষ্যতে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায

ক্ষমতায় এলে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ জানালেন রেজা পাহলভি

ক্ষমতায় এলে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ কী হবে তা জানিয়েছেন ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তিনি জানিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্রের পতনের পর ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রেজা পাহলভি বলেন, আজকের ইরান যে ‘সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্যের’ সঙ্গে যুক্ত, সেই পরিচয় বিলুপ্ত হবে। এর পরিবর্তে একটি সুন্দর, শান্তিপ্রিয় ও সমৃদ্ধ ইরান গড়ে উঠবে। বর্তমান শাসনব্যবস্থা ভেঙে পড়লে ইরানের সামরিক পরমাণু কর্মসূচির অবসান ঘটবে। একই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে। 

তিনি বলেন, একটি স্বাধীন ইরান আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একযোগে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার ও চরমপন্থি ইসলামবাদের বিরুদ্ধে কাজ করবে এবং অঞ্চলটিতে একটি স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা রাখবে।

রেজা পাহলভি বলেন, ভবিষ্যতে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। পাশাপাশি তিনি ‘আব্রাহাম চুক্তির সম্প্রসারণ হিসেবে প্রস্তাবিত ‘সাইরাস অ্যাকর্ডসের কথা উল্লেখ করেন। স্বাধীন ইরান, ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এটি প্রণয়ন করা হবে। 

তিনি জানান, পারস্পরিক স্বীকৃতি, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। ইরানের ভবিষ্যৎ অর্থনীতি, জ্বালানি খাত ও শাসনব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, একটি স্বাধীন ইরান আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ ও তা বাস্তবায়ন করবে। ইরান হবে শান্তি, সমৃদ্ধি ও অংশীদারত্বের শক্তি।

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow