ফেসবুকে তারেক রহমানকে কটূক্তির অভিযোগে মামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেসবুক পোস্টে কটূক্তি করার অভিযোগে শাহিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজীর আদালতে মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তার সহকারীরা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে জাগো নিউজকে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাহমিনা লিজা। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে বলেন, ‌‘বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসামি শাহিন মাহমুদ (এম.এইচ) গত ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখেন— ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ-আলুর ন্যায্য দাম পেত।’ অভিযোগে বলা হয়, আসামি একটি ‘কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা’ পোস্টের মাধ্যমে তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প

ফেসবুকে তারেক রহমানকে কটূক্তির অভিযোগে মামলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেসবুক পোস্টে কটূক্তি করার অভিযোগে শাহিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজীর আদালতে মামলা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তার সহকারীরা।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে জাগো নিউজকে জানান বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাহমিনা লিজা।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে বলেন, ‌‘বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসামি শাহিন মাহমুদ (এম.এইচ) গত ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখেন— ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ-আলুর ন্যায্য দাম পেত।’

অভিযোগে বলা হয়, আসামি একটি ‘কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা’ পোস্টের মাধ্যমে তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এছাড়া ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনো বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়নি বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এমডিএএ/জেএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow