বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ১৬ মাস পর শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৯৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন জুলাই যোদ্ধা নাজমুল হোসেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সদর থানার ওসি হাসান বাসির। মামলায় ১৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী নাজমুল নিশিন্দারা উপশহরের বেলাল হোসেনের ছেলে।  মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মেহেদী হাসান জানান, মামলাটি ২৬ নভেম্বর রেকর্ড করা হয়েছে। ডিবি পুলিশের সহযোগিতায় শনিবার শাহীন ও জাহাঙ্গীর নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। শেখ হাসিনা ছাড়াও মামলার অন্যতম আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, বগুড়া-১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নান, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, ছাত্রলীগ নেতা শামিমা আক্তার সুমি, যুবলীগ নেতা জাকারিয়া আদিল, আন্দোলনে আওয়ামী লীগের অর্থদা

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ১৬ মাস পর শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৯৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন জুলাই যোদ্ধা নাজমুল হোসেন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সদর থানার ওসি হাসান বাসির।

মামলায় ১৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদী নাজমুল নিশিন্দারা উপশহরের বেলাল হোসেনের ছেলে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মেহেদী হাসান জানান, মামলাটি ২৬ নভেম্বর রেকর্ড করা হয়েছে। ডিবি পুলিশের সহযোগিতায় শনিবার শাহীন ও জাহাঙ্গীর নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্যতম আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, বগুড়া-১ আসনের সাবেক এমপি সাহাদারা মান্নান, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, ছাত্রলীগ নেতা শামিমা আক্তার সুমি, যুবলীগ নেতা জাকারিয়া আদিল, আন্দোলনে আওয়ামী লীগের অর্থদাতা মো. খোয়াইব প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই আসামিদের এলোপাতাড়ি গুলি লাগে নাজমুলের বাঁ পায়ের গোড়ালি, পিঠ ও মাথায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow