বগুড়া বার সমিতির নির্বাচনে সভাপতি ও সা.সম্পাদকসহ ১০ পদে বিজয়ী বিএনপি

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৩টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন। অন্য তিনটি পদে বিজয়ী হয়েছে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা।  সভাপতি পদে রেজাউর রহমান (প্রাপ্ত ভোট ৪৫১) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (১) (প্রাপ্ত ভোট ৪৫৫) নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান খান (মুক্তা) বিষয়টি নিশ্চিত করেছেন। সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত সমিতির গওহর আলী ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যান্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে সাফি আহমেদ (মিঠু) ও আতিকুল মাহবুব (সালাম), যুগ্ম সম্পাদক পদে এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে ৪টি পদে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও আল আমিন (রাসেল)।  অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউ

বগুড়া বার সমিতির নির্বাচনে সভাপতি ও সা.সম্পাদকসহ ১০ পদে বিজয়ী বিএনপি

বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৩টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন। অন্য তিনটি পদে বিজয়ী হয়েছে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা। 

সভাপতি পদে রেজাউর রহমান (প্রাপ্ত ভোট ৪৫১) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (১) (প্রাপ্ত ভোট ৪৫৫) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান খান (মুক্তা) বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত সমিতির গওহর আলী ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে সাফি আহমেদ (মিঠু) ও আতিকুল মাহবুব (সালাম), যুগ্ম সম্পাদক পদে এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে ৪টি পদে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও আল আমিন (রাসেল)। 
অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল হতে যুগ্ম সম্পাদক পদে  আবু বকর ছিদ্দিক (৩) ও ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে  শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরি সদস্য একটি পদে বাবুল রহমান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের মত পুনঃনির্বাচিত হয়েছেন। 

এদিকে নির্বাচিতদের প্রতি অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সভাপতি পিপি অ্যাড. আব্দুল বাছেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow