ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত
কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী রিফাজুল ইসলাম (৪১) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন লালন মণ্ডল নামে আরেক ব্যক্তি।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিফাজুল বাহাদুরপুর ইউনিয়নের রাইটা নতুনপাড়ার জামাত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে রায়টা পাথরঘাটার নিচে হঠাৎ ৮-৯ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এসময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রিফাজুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার বুকে ও মুখে একাধিক গুলির চিহ্ন ছিল বলে তারা জানান।
গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত লালন মণ্ডলকে তার পরিবার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত লালন মণ্ডল জানান, এশার আযানের পর ছেলেকে আনতে রাইটা পাথরঘাটার দিকে যাচ্ছিলাম। পাথরঘাটার নিচে পৌঁছালে পাশের পানবাগান থেকে আগে থেকে ওত পেতে থাকা তিনজন সন্ত্রাসী বেরিয়ে আসে। তাদের দুইজনের হাতে ছোট পিস্তল, একজনের হাতে বড় অস্ত্র ছিল। তারা পিছনে থাকা গরু ব্যবসায়ী রিফাজুলকেও ধরে ফেলে। এরপর আ
কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী রিফাজুল ইসলাম (৪১) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন লালন মণ্ডল নামে আরেক ব্যক্তি।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিফাজুল বাহাদুরপুর ইউনিয়নের রাইটা নতুনপাড়ার জামাত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে রায়টা পাথরঘাটার নিচে হঠাৎ ৮-৯ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এসময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রিফাজুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। তার বুকে ও মুখে একাধিক গুলির চিহ্ন ছিল বলে তারা জানান।
গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত লালন মণ্ডলকে তার পরিবার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত লালন মণ্ডল জানান, এশার আযানের পর ছেলেকে আনতে রাইটা পাথরঘাটার দিকে যাচ্ছিলাম। পাথরঘাটার নিচে পৌঁছালে পাশের পানবাগান থেকে আগে থেকে ওত পেতে থাকা তিনজন সন্ত্রাসী বেরিয়ে আসে। তাদের দুইজনের হাতে ছোট পিস্তল, একজনের হাতে বড় অস্ত্র ছিল। তারা পিছনে থাকা গরু ব্যবসায়ী রিফাজুলকেও ধরে ফেলে। এরপর আমাকে লক্ষ্য করে গুলি করলে আমি চিৎকার করি। একইসঙ্গে রিফাজুলকেও তারা গুলি করে হত্যা করে। আমি দৌড় দিলে তারা পিছন থেকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তের হামলায় নিহত রিফাজুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও মাথায় একাধিক গুলির চিহ্ন রয়েছে। পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।