বন্দি হওয়ার পর মুখ খুললেন মাদুরো, বললেন ৫টি শব্দ

বন্দি হওয়ার পর প্রথমবার মুখ খুললেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিউ ইয়র্কে পৌঁছানোর পর প্রকাশ্যে আসা একটি সংক্ষিপ্ত ভিডিওতে তাঁকে শান্ত স্বরে মাত্র পাঁচটি শব্দ উচ্চারণ করতে দেখা গেছে। শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিজ প্রাসাদের শোয়ার ঘর থেকে নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস। পরে দু’জনকে বিশেষ বিমানে করে সরাসরি যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্কে পৌঁছানোর পর রোববার মাদুরোর কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, কালো জ্যাকেট ও টুপি পরা, হাতে হাতকড়া লাগানো মাদুরো ধীর পায়ে দুই মার্কিন কর্মকর্তার সঙ্গে হেঁটে যাচ্ছেন। আটক হওয়ার পর এই প্রথম তাঁকে কিছু বলতে শোনা যায়। ওই সময় তিনি শান্ত স্বরে বলেন- ‘গুড নাইট’, ‘হ্যাপি নিউ ইয়ার’। নিউ ইয়র্কে পৌঁছানোর পর মাদুরোকে ম্যানহাটনে অবস্থিত আমেরিকার মাদক নিয়ন্ত্রক সংস্থা (ডিইএ)-এর সদর দফতরে নেওয়া হয়। পুরো যাত্রায় তাঁর হাতে হাতকড়া পরানো ছিল। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ, ভেনেজুয়েলায় মাদক পাচার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড রাষ্ট্রীয় মদদে পরিচালিত হয়েছে। ম

বন্দি হওয়ার পর মুখ খুললেন মাদুরো, বললেন ৫টি শব্দ

বন্দি হওয়ার পর প্রথমবার মুখ খুললেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিউ ইয়র্কে পৌঁছানোর পর প্রকাশ্যে আসা একটি সংক্ষিপ্ত ভিডিওতে তাঁকে শান্ত স্বরে মাত্র পাঁচটি শব্দ উচ্চারণ করতে দেখা গেছে।

শনিবার গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিজ প্রাসাদের শোয়ার ঘর থেকে নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস। পরে দু’জনকে বিশেষ বিমানে করে সরাসরি যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

নিউ ইয়র্কে পৌঁছানোর পর রোববার মাদুরোর কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, কালো জ্যাকেট ও টুপি পরা, হাতে হাতকড়া লাগানো মাদুরো ধীর পায়ে দুই মার্কিন কর্মকর্তার সঙ্গে হেঁটে যাচ্ছেন। আটক হওয়ার পর এই প্রথম তাঁকে কিছু বলতে শোনা যায়। ওই সময় তিনি শান্ত স্বরে বলেন- ‘গুড নাইট’, ‘হ্যাপি নিউ ইয়ার’।

নিউ ইয়র্কে পৌঁছানোর পর মাদুরোকে ম্যানহাটনে অবস্থিত আমেরিকার মাদক নিয়ন্ত্রক সংস্থা (ডিইএ)-এর সদর দফতরে নেওয়া হয়। পুরো যাত্রায় তাঁর হাতে হাতকড়া পরানো ছিল।

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ, ভেনেজুয়েলায় মাদক পাচার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড রাষ্ট্রীয় মদদে পরিচালিত হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, ভেনেজুয়েলার বিভিন্ন খনি থেকে চুরি করা তেল বিক্রি করে সেই অর্থ অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হয়, যার নির্দেশ আসত মাদুরোর কাছ থেকেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাদুরোকে গ্রেপ্তারে এই অভিযান একদিনের পরিকল্পনা ছিল না। খারাপ আবহাওয়ার কারণে গত কয়েকদিন একাধিকবার অভিযান ব্যর্থ হয়। শনিবার সফল হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, পুরো অভিযানটি তাঁর কাছে একটি ‘টিভি শো’র মতো ছিল।

উল্লেখ্য, মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক গুরুতর অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow