বরগুনায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জন

সারাদেশের ন্যায় বরগুনায়ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বার্ষিক পরীক্ষা বর্জন করেছেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতকাল থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে বরগুনার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি বলে শিক্ষকরা জানিয়েছেন। অনেক বিদ্যালয়ে নোটিশ দিয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত করার কথা জানিয়েছে। মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশ; বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা; সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেয়া এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২-৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা। অপর দিকে,প্রাথমিকের সহকারী শিক্ষকরাও পরীক্ষা বর্জন করেছে। সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেড দেয়াসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকর

বরগুনায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বর্জন

সারাদেশের ন্যায় বরগুনায়ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বার্ষিক পরীক্ষা বর্জন করেছেন।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা গতকাল থেকে চার দফা দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে বরগুনার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি বলে শিক্ষকরা জানিয়েছেন। অনেক বিদ্যালয়ে নোটিশ দিয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত করার কথা জানিয়েছে।

মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের’ গেজেট প্রকাশ; বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা; সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেয়া এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২-৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা।

অপর দিকে,প্রাথমিকের সহকারী শিক্ষকরাও পরীক্ষা বর্জন করেছে। সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেড দেয়াসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকে শিক্ষকরা ক্লাস আসলো পরীক্ষা বন্ধ রাখায় শিক্ষার্থীরা এসে ফিরে যাচ্ছেন। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা হতাশায় রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow