বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু
বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করেছেন। আর তিনি আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে ধ্বংস করেছেন, নিজেও ধ্বংস হয়েছেন। তিনি বলেন, আজকে আমরা মনে করি, এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিনির্মাণে দেশের রাজনীতির যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা শেখ হাসিনা করে দিয়েছেন। এখান থেকে এই বাংলাদেশ বিনির্মাণে দেশকে আগামী দিনে আবার নতুন করে গড়তে তারেক রহমানের বিকল্প নেই। শনিবার (২২ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনাপাড়া এলাকায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, শাখাওয়াত হোসেন, যুবদল নেতা এ হাই তালুকদার ডালিমসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করেছেন। আর তিনি আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে ধ্বংস করেছেন, নিজেও ধ্বংস হয়েছেন।
তিনি বলেন, আজকে আমরা মনে করি, এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিনির্মাণে দেশের রাজনীতির যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা শেখ হাসিনা করে দিয়েছেন। এখান থেকে এই বাংলাদেশ বিনির্মাণে দেশকে আগামী দিনে আবার নতুন করে গড়তে তারেক রহমানের বিকল্প নেই।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনাপাড়া এলাকায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, শাখাওয়াত হোসেন, যুবদল নেতা এ হাই তালুকদার ডালিমসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
What's Your Reaction?