বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত
অবশেষে প্রায় ২ যুগ পরে বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ এবং ভোট গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ২৭১২ জন ভোটারের মধ্যে ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সহ-সভাপতি পদে মোঃ মুস্তাহিদুল আলম রবি ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইস্কান্দার হোসেন পেয়েছেন ৩০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুব রহমান টুটুল ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুজ্জামান পেয়েছেন ২১১ ভোট। এছাড়া বাকি ৫ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অবশেষে প্রায় ২ যুগ পরে বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ এবং ভোট গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ২৭১২ জন ভোটারের মধ্যে ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সহ-সভাপতি পদে মোঃ মুস্তাহিদুল আলম রবি ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইস্কান্দার হোসেন পেয়েছেন ৩০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুব রহমান টুটুল ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুজ্জামান পেয়েছেন ২১১ ভোট। এছাড়া বাকি ৫ জন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?