বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা দুপুরে

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে আজ দুপুরে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে ১২টায়। সে মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব। আর সরকার যেসব কর্মসূচি নেবে তার সঙ্গে আমরা সমন্বয় করব। তিনি বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ভেবেছিলাম আগের মতো এবারও তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন; কিন্তু তা আর হলো না। তার শূন্যতা এ জাতি কখনোই পূরণ করতে পারবে না। মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন জনগণ ও জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে দেশে একটি বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এর আগে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোর ৬টায় আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অধ্যাপক এজ

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা দুপুরে

বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে আজ দুপুরে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে ১২টায়। সে মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব। আর সরকার যেসব কর্মসূচি নেবে তার সঙ্গে আমরা সমন্বয় করব।

তিনি বলেন, গণতন্ত্রের মা, আমাদের জাতীয় অভিভাবক ভোর ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন। এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ভেবেছিলাম আগের মতো এবারও তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন; কিন্তু তা আর হলো না। তার শূন্যতা এ জাতি কখনোই পূরণ করতে পারবে না।

মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন জনগণ ও জনকল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার মৃত্যুতে দেশে একটি বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে।

এর আগে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভোর ৬টায় আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২৩ নভেম্বর খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর তার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। শেষ সময় পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow