বিএনপি একা, ঐক্যবদ্ধ সারা বাংলাদেশ : ডা. তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “এই নির্বাচন তিনটি দিক থেকে ব্যতিক্রমধর্মী। এক—এ নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। দুই—এ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন—যারা রাইটিস্ট এবং ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারা সবাই আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি।” ডা. তাহের আরও বলেন, “একদিকে রয়েছে দু’একটি দল ও কিছু মানুষ, অপরদিকে রয়েছে সারা বাংলাদেশ। তাই একটি ঐতিহাসিক ও ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।” সোমবার বিকাল ২টায় তিনি চৌদ্দগ্রাম উপজেলা রিটার্নিং কর্মকর্তা নুরুল আমিনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ নির্বাচনে তাঁর প্রতীক ‘দাঁড়িপাল্লা’। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “যারা বলেছিল নির্বাচন হবে না—তাদের ষড়যন্ত্র আজ প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি, নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, আর জনগণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, “এই নির্বাচন তিনটি দিক থেকে ব্যতিক্রমধর্মী। এক—এ নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। দুই—এ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন—যারা রাইটিস্ট এবং ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারা সবাই আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি।”
ডা. তাহের আরও বলেন, “একদিকে রয়েছে দু’একটি দল ও কিছু মানুষ, অপরদিকে রয়েছে সারা বাংলাদেশ। তাই একটি ঐতিহাসিক ও ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।” সোমবার বিকাল ২টায় তিনি চৌদ্দগ্রাম উপজেলা রিটার্নিং কর্মকর্তা নুরুল আমিনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ নির্বাচনে তাঁর প্রতীক ‘দাঁড়িপাল্লা’। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “যারা বলেছিল নির্বাচন হবে না—তাদের ষড়যন্ত্র আজ প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি, নির্বাচন হবে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, আর জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।” মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. মাহফুজুর রহমান, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
What's Your Reaction?