বিএনপি নির্বাচিত হলে জীবনমানের উন্নতি হবে : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে জীবনমানের উন্নতি হবে। এলাকার শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাট ও কৃষকের স্বার্থে বিএনপি এসব নিশ্চিত করবে। আমি আপনাদের সন্তান, ভাই ও পরিবারের একজন সদস্য হিসেবে ধানের শীষে ভোট চাই।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় কাশিয়ানী উপজেলার সাজাইল বাজারসংলগ্ন মোল্যা ইমনউদ্দিন কেজী স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিকে ধানের শীষে ভোট দিন। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এবারের নির্বাচনে এই আসনে (কাশিয়ানী-মুকসুদপুর) ধানের শীষের প্রার্থীকে জয়ী না করলে উন্নয়ন ব্যাহত হবে। তাই দল-মতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ রইল।  তিনি আরও বলেন, এই আসনে আগামী নির্বাচনে আপনারা ধানের শীর্ষ প্রার্থী

বিএনপি নির্বাচিত হলে জীবনমানের উন্নতি হবে : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে জীবনমানের উন্নতি হবে। এলাকার শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাট ও কৃষকের স্বার্থে বিএনপি এসব নিশ্চিত করবে। আমি আপনাদের সন্তান, ভাই ও পরিবারের একজন সদস্য হিসেবে ধানের শীষে ভোট চাই। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় কাশিয়ানী উপজেলার সাজাইল বাজারসংলগ্ন মোল্যা ইমনউদ্দিন কেজী স্কুল মাঠে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিকে ধানের শীষে ভোট দিন। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এবারের নির্বাচনে এই আসনে (কাশিয়ানী-মুকসুদপুর) ধানের শীষের প্রার্থীকে জয়ী না করলে উন্নয়ন ব্যাহত হবে। তাই দল-মতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ রইল। 

তিনি আরও বলেন, এই আসনে আগামী নির্বাচনে আপনারা ধানের শীর্ষ প্রার্থীকে ভোট দিয়ে জয়ী না করেন আর বিএনপি ক্ষমতায় আসলে এই এলাকার উন্নয়নের সুযোগ কমে যাবে। তাই আপনাদের সন্তানদের ও এলাকায় উন্নয়নের কথা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কথা চিন্তা করে ধানের শীষ প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করবেন এটা আমার প্রত্যাশা। আপনার একটি ভোটে নির্ধারণ হবে এ এলাকার উন্নয়ন।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী বিএইস বিল্ডাস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহিনুজ্জামান শাহিন, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী পিটিআই ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান রুহুল আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, গোপালগঞ্জ জেলা উলামাদলের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব আরিফুর রহমান পাবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান শেখ, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাজাইল বাজার বনিক সমিতির সভাপতি মোহাম্মদ আলি সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ ও ফাতেহা শরিফ পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow