বিপিএলে নতুন ‘রাজা’ শরিফুল
বিপিএলের চলতি মৌসুমটা দুর্দান্ত কাটল শরিফুল ইসলামের। আজ ফাইনালেও আলাদাভাবে নিজের জাত ছিনিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের এই পেসার। রাজশাহীর কেন উইলিয়ামসন এবং নাজমুল হাসান শান্তর উইকেট দুটি দখল করেন তিনি। আর তাতেই বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড নতুন করে লিখলেন শরিফুল ইসলাম।
তাসকিন আহমেদকে হটিয়ে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন তিনি। দুর্দান্ত এক বিপিএল কাটানো শরিফুল এই আসরে নিয়েছেন মোট ২৬ উইকেট। এবারের আসরে নিজের শেষ বলে এই কীর্তি গড়েন শরিফুল ইসলাম।
বাংলাদেশের ক্রিকেটে এখন দুর্দান্ত সময় কাটছে শরিফুলের। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন এবারের বিপিএলেও। পুরো আসরেই দুর্দান্ত বোলিং করেন চট্টগ্রাম রয়্যালসের এই তারকা পেসার। ফাইফারও নিয়েছেন তিনি। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ফাইনালের আগে তার উইকেটের সংখ্যা ছিল ২৪। এক উইকেট বেশি নিয়ে তার আগে ছিলেন তাসকিন আহমেদ। যে কারণে দুই উইকেট পেলেই জাতীয় দলের সতীর্থকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি নিয়েই ফাইনালের মিশন শুরু করেন শরিফুল।
ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শরিফুলের প্রথম উইকেটটি কেন উইলিয়ামসনের। ডিপ মিড উইকেটে ছক্কা মারার পরের বলেই অফ স
বিপিএলের চলতি মৌসুমটা দুর্দান্ত কাটল শরিফুল ইসলামের। আজ ফাইনালেও আলাদাভাবে নিজের জাত ছিনিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের এই পেসার। রাজশাহীর কেন উইলিয়ামসন এবং নাজমুল হাসান শান্তর উইকেট দুটি দখল করেন তিনি। আর তাতেই বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড নতুন করে লিখলেন শরিফুল ইসলাম।
তাসকিন আহমেদকে হটিয়ে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন তিনি। দুর্দান্ত এক বিপিএল কাটানো শরিফুল এই আসরে নিয়েছেন মোট ২৬ উইকেট। এবারের আসরে নিজের শেষ বলে এই কীর্তি গড়েন শরিফুল ইসলাম।
বাংলাদেশের ক্রিকেটে এখন দুর্দান্ত সময় কাটছে শরিফুলের। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন এবারের বিপিএলেও। পুরো আসরেই দুর্দান্ত বোলিং করেন চট্টগ্রাম রয়্যালসের এই তারকা পেসার। ফাইফারও নিয়েছেন তিনি। জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। ফাইনালের আগে তার উইকেটের সংখ্যা ছিল ২৪। এক উইকেট বেশি নিয়ে তার আগে ছিলেন তাসকিন আহমেদ। যে কারণে দুই উইকেট পেলেই জাতীয় দলের সতীর্থকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি নিয়েই ফাইনালের মিশন শুরু করেন শরিফুল।
ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শরিফুলের প্রথম উইকেটটি কেন উইলিয়ামসনের। ডিপ মিড উইকেটে ছক্কা মারার পরের বলেই অফ সাইডে আবারও বল উড়িয়ে দেন উইলিয়ামসন। তাতেই নাঈম শেখের তালুবন্দি হয়ে যান এই কিউই ক্রিকেটার। শরিফুল পেয়ে যান আসরের ব্যক্তিগত ২৫তম উইকেট। সেসঙ্গে ছুঁয়ে ফেলেন তাসকিন আহমেদকে।
তবে দ্বিতীয় উইকেটের জন্য অপেক্ষা করতে হয় রাজশাহীর ইনিংসের শেষ বল পর্যন্ত। ইনিংসের শেষ বলে শরিফুলকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকঠাক মেলাতে পারেননি রাজশাহীর অধিনায়ক শান্ত। ফলে ৩০ গজের মধ্যেই উঠে যায় ক্যাচ। শরিফুল নিজেই তা তালুবন্দি করেন এবং পেয়ে যান আসরে নিজের ২৬তম উইকেটটি। সেইসঙ্গে এক আসরে বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে থাকা তাসকিনকে ছাড়িয়ে নতুন রাজা বনে যান শরিফুল ইসলাম।
২৩ উইকেট নিয়ে এই তালিকার তিনে রয়েছেন সাকিব আল হাসান। ২২ উইকেট নিয়ে পরের জায়গাটি দখল করে রেখেছেন কেভন কুপার।