বিশেষ নয় সাধারণ চেয়ারে তারেক রহমান, কিন্তু কেন- জানা গেল মূল কারণ

প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে রাজসিক সংবর্ধনা পেলেও নিজেকে সাধারণ মানুষের কাতারেই রাখতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে তিনি তার জন্য নির্ধারিত বিশেষ চেয়ার ছেড়ে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেন। বিমানবন্দর থেকে গণসংবর্ধনা পর্যন্ত যাত্রাসকাল ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। দুপুর ১২টা ৪১ মিনিটে গাড়িবহর রওনা হয় পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছানোর জন্য। মঞ্চে পৌঁছে তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। মঞ্চে সাধারণ চেয়ারে বসার দৃশ্যবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য চলাকালীন আয়োজকরা তারেক রহমানের জন্য রাখা বিশেষ চেয়ারের পাশে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ার এনে দেন। হাজারো নেতাকর্মীর সামনে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর সেই চেয়ারে বসেন তিনি এবং কিছুক্ষণের মধ্যেই বক্তব্য শুরু করেন। বিশেষ চেয়ারে না বসার কারণবিশেষ চেয়ারে না বসার সিদ্

বিশেষ নয় সাধারণ চেয়ারে তারেক রহমান, কিন্তু কেন- জানা গেল মূল কারণ

প্রায় দেড় যুগ নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরে রাজসিক সংবর্ধনা পেলেও নিজেকে সাধারণ মানুষের কাতারেই রাখতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে তিনি তার জন্য নির্ধারিত বিশেষ চেয়ার ছেড়ে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেন।

বিমানবন্দর থেকে গণসংবর্ধনা পর্যন্ত যাত্রা
সকাল ১১টা ৩৯ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। দুপুর ১২টা ৪১ মিনিটে গাড়িবহর রওনা হয় পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছানোর জন্য। মঞ্চে পৌঁছে তিনি উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মঞ্চে সাধারণ চেয়ারে বসার দৃশ্য
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য চলাকালীন আয়োজকরা তারেক রহমানের জন্য রাখা বিশেষ চেয়ারের পাশে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ার এনে দেন। হাজারো নেতাকর্মীর সামনে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর সেই চেয়ারে বসেন তিনি এবং কিছুক্ষণের মধ্যেই বক্তব্য শুরু করেন।

বিশেষ চেয়ারে না বসার কারণ
বিশেষ চেয়ারে না বসার সিদ্ধান্তের পেছনে তার সাধারণ মানুষের সঙ্গে সংহতি এবং শালীনতার মনোভাব প্রাধান্য পেয়েছে বলে মনে করা হচ্ছে। এতে তার সাধারণ মানুষের সঙ্গে একাত্মতার বার্তা স্পষ্ট হয়েছে।

জনপ্রিয় নেতাদের সঙ্গে সমমনা আচরণ
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের ভিডিওতে দেখা যায়, তারেক রহমানের বাঁ পাশে বসেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডান পাশে মির্জা ফখরুল। নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও গয়েশ্বর চন্দ্র রায়ও সাধারণ চেয়ারে বসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow