বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। চূড়ান্ত হয়েছে কোন গ্রুপে কারা থাকবে সেটিও। আসন্ন বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। তবে ফাইনাল পর্যন্ত তারা যেতে পারবে কি না, তা বলা মুশকিল। দল নিয়ে দারুণ আশাবাদী ভারত অধিনায়ক অবশ্য ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চান সেটি জানিয়ে দিয়েছেন এখনই। বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠানে ভারতের অধিনায়ককে প্রশ্ন করা হয়, প্রতিপক্ষ হিসেবে কোন দলকে ফাইনালে চান? সেই প্রশ্ন শুনে সূর্যকুমার যাদব প্রথমে চুপ থাকেন। তারপর বলেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলতে চাই। আর ফাইনালে প্রতিপক্ষ হিসেবে অবশ্যই চাই অস্ট্রেলিয়াকে।’ সূর্যকুমার সরাসরি অস্ট্রেলিয়ার নাম বললেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা সেরকমভাবে নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি। তিনি বলেন, ‘আমি চাই ভারত ফাইনাল খেলুক। প্রতিপক্ষ হিসেবে নির্দিষ্ট কোনো দলের কথা বলতে চাই না। যে কোনো দলের সঙ্গে ফাইনাল হতে পারে। প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। শুধু চাই, ভারত ফাইনাল খেলুক এবং ট্রফি জিতুক।’ ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে রোহিতের দলের হার
টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়ে গেছে। চূড়ান্ত হয়েছে কোন গ্রুপে কারা থাকবে সেটিও। আসন্ন বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। তবে ফাইনাল পর্যন্ত তারা যেতে পারবে কি না, তা বলা মুশকিল। দল নিয়ে দারুণ আশাবাদী ভারত অধিনায়ক অবশ্য ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে চান সেটি জানিয়ে দিয়েছেন এখনই।
বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠানে ভারতের অধিনায়ককে প্রশ্ন করা হয়, প্রতিপক্ষ হিসেবে কোন দলকে ফাইনালে চান? সেই প্রশ্ন শুনে সূর্যকুমার যাদব প্রথমে চুপ থাকেন। তারপর বলেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল খেলতে চাই। আর ফাইনালে প্রতিপক্ষ হিসেবে অবশ্যই চাই অস্ট্রেলিয়াকে।’
সূর্যকুমার সরাসরি অস্ট্রেলিয়ার নাম বললেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা সেরকমভাবে নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি।
তিনি বলেন, ‘আমি চাই ভারত ফাইনাল খেলুক। প্রতিপক্ষ হিসেবে নির্দিষ্ট কোনো দলের কথা বলতে চাই না। যে কোনো দলের সঙ্গে ফাইনাল হতে পারে। প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। শুধু চাই, ভারত ফাইনাল খেলুক এবং ট্রফি জিতুক।’
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে রোহিতের দলের হার এখনো ভুলতে পারেননি ভারতের ক্রিকেটাররা। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ২০২৩ সালের প্রতিশোধ নিতে চান সূর্যরা। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই ট্রফি জিততে চান ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
এ প্রসঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আমরা সকলেই খুব হতাশ ছিলাম। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে কয়েক মাস পর একটা আইসিসি ট্রফি (২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ) জয় অবিশ্বাস্য।’
What's Your Reaction?