বিশ্বম্ভরপুরে যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি নেতা মছলম আলীকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে। তাদের বিচারের দাবীতে মছলম আলীর পক্ষে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের বিপ্লবী চত্বরে প্রায় ২ শতাধিক মানুষ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে এ মানববন্ধনে অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তাদের বক্তব্য ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের কামাল মিয়ার ছেলে যুবদল নেতা কয়েছ মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামের ছেলে মুক্তিখলা গ্রামের আরিফ রাব্বানী হিমেল প্রকাশিত হিমেল মিয়া এই দু’জন একই উপজেলার ঘাগটিয়া গ্রামের আজমান আলীর ছেলে মছলম আলীকে মারধর করেন। পরে মছলম আলী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। মানববন্ধন এ মারধরের শিকার মছলম আলীসহ গন্যমান্য ব্যক্তিগন বক্তব্য রাখেন। অভিযোগ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

বিশ্বম্ভরপুরে যুবদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি নেতা মছলম আলীকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে। তাদের বিচারের দাবীতে মছলম আলীর পক্ষে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের বিপ্লবী চত্বরে প্রায় ২ শতাধিক মানুষ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে এ মানববন্ধনে অংশ গ্রহণ করে।

মানববন্ধনে বক্তাদের বক্তব্য ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের কামাল মিয়ার ছেলে যুবদল নেতা কয়েছ মিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামের ছেলে মুক্তিখলা গ্রামের আরিফ রাব্বানী হিমেল প্রকাশিত হিমেল মিয়া এই দু’জন একই উপজেলার ঘাগটিয়া গ্রামের আজমান আলীর ছেলে মছলম আলীকে মারধর করেন। পরে মছলম আলী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।

মানববন্ধন এ মারধরের শিকার মছলম আলীসহ গন্যমান্য ব্যক্তিগন বক্তব্য রাখেন। অভিযোগ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow