বিড়াল কবুতর খেয়ে ফেলায় সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নাসির উদ্দীন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত নাসির উদ্দীন (৫৫) সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। নিহতের ছোট ভাই আক্তার হোসেন অভিযোগ করে বলেন, গত রোববার তাদের কবুতরের বাচ্চা প্রতিবেশী আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি প্রতিবেশীর কাছে নালিশ করতে যাই। এ সময় আসাদুল্লাহ, তার স্ত্রী জুলেখা আক্তার বেবি, ছেলে আবির, অভি, রকমত উল্লাহর ছেলে রাসেলসহ আরও কয়েকজন মিলে আমি ও বড় ভাই নাসির উদ্দীনের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন নাসির উদ্দীন। পরে তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনার পর আমি বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে রোববার সোনারগাঁ থানায় মামলা করেছি। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টো

বিড়াল কবুতর খেয়ে ফেলায় সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নাসির উদ্দীন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত নাসির উদ্দীন (৫৫) সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

নিহতের ছোট ভাই আক্তার হোসেন অভিযোগ করে বলেন, গত রোববার তাদের কবুতরের বাচ্চা প্রতিবেশী আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে আমি প্রতিবেশীর কাছে নালিশ করতে যাই। এ সময় আসাদুল্লাহ, তার স্ত্রী জুলেখা আক্তার বেবি, ছেলে আবির, অভি, রকমত উল্লাহর ছেলে রাসেলসহ আরও কয়েকজন মিলে আমি ও বড় ভাই নাসির উদ্দীনের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন নাসির উদ্দীন। পরে তাকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার পর আমি বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে রোববার সোনারগাঁ থানায় মামলা করেছি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow