বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার এ তথ্য জানিয়ে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে কালবেলাকে বলেন, মান্না ভাই এখন হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন। ডাক্তাররা কিছু টেস্ট দিয়েছেন। টেস্টের ফলাফল পাওয়ার পরে পরবর্তী চিকিৎসা নির্ধারণ হবে। এদিকে রাত সাড়ে ১২টার দিকে নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন কালবেলাকে জানান, শুক্রবার বিকেল থেকে মাহমুদুর রহমান মান্না ভাই হালকা অসুস্থতা অনুভব করেন। পূর্বে একবার হার্ট অ্যাটাক হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আনা হয়। বর্তমানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিছুক্ষণ পর টেস্টের ফলাফল শেষে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এই মুহূর্তে তার শারীরিক অবস

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মান্না

বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মান্নাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়।

নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার এ তথ্য জানিয়ে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে কালবেলাকে বলেন, মান্না ভাই এখন হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন। ডাক্তাররা কিছু টেস্ট দিয়েছেন। টেস্টের ফলাফল পাওয়ার পরে পরবর্তী চিকিৎসা নির্ধারণ হবে।

এদিকে রাত সাড়ে ১২টার দিকে নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন কালবেলাকে জানান, শুক্রবার বিকেল থেকে মাহমুদুর রহমান মান্না ভাই হালকা অসুস্থতা অনুভব করেন। পূর্বে একবার হার্ট অ্যাটাক হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে আনা হয়।

বর্তমানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, কিছুক্ষণ পর টেস্টের ফলাফল শেষে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow