‘ব্যাংকের টাকাটা দিয়ে দিয়েন, না দিলে জনরোষ তৈরি হবে’
‘মনোনয়নপত্র বৈধ করলাম। ব্যাংকের টাকাটা (ঋণটা) দিয়ে দিয়েন। টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে। মানুষ হিসেবে এটা আপনাকে বললাম।’ চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীকে উদ্দেশ করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা বলেন। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। তার প্রার্থিতা আপিল শুনানির পর বহাল রাখেন নির্বাচন কমিশন (ইসি)। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ওই কথা বলেন। শুনানিতে আসলামের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী নিজে ঋণ নেননি। তিনি গ্যারান্টার। পরে দুই পক্ষের পাল্টাপাল্টি যুক্তি-তর্ক উপস্থাপনের পর নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করে। এতে প্রার্থিতা বহাল থেকে যায় আসলাম চৌধুরীর। এর আগে রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন।
‘মনোনয়নপত্র বৈধ করলাম। ব্যাংকের টাকাটা (ঋণটা) দিয়ে দিয়েন। টাকাটা না দিলে কিন্তু জনরোষ তৈরি হবে। মানুষ হিসেবে এটা আপনাকে বললাম।’ চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীকে উদ্দেশ করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা বলেন।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন।
তার প্রার্থিতা আপিল শুনানির পর বহাল রাখেন নির্বাচন কমিশন (ইসি)। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ওই কথা বলেন।
শুনানিতে আসলামের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী নিজে ঋণ নেননি। তিনি গ্যারান্টার। পরে দুই পক্ষের পাল্টাপাল্টি যুক্তি-তর্ক উপস্থাপনের পর নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করে। এতে প্রার্থিতা বহাল থেকে যায় আসলাম চৌধুরীর।
এর আগে রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক প্রার্থিতা বাতিলের জন্য আপিল করেন।
What's Your Reaction?