ব্রহ্মপুত্র থেকে হেঁটে বঙ্গোপসাগরে যাবেন টনি

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির বিস্তারের প্রতিবাদে ব্রহ্মপুত্র নদ অববাহিকা থেকে বঙ্গোপসাগরে হেঁটে যাবেন মাসফিকুল হাসান টনি। এ অভিযানে নদীর তীর ধরে তিনি পাড়ি দেবেন ৬০০ কিলোমিটার পথ। টনির একক ও ব্যতিক্রমধর্মী এই ক্রস-কান্ট্রি হাইকিং অভিযান শুরু হবে ২৪ জানুয়ারি থেকে। ২২ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। সেখানে ‌‘নদীতে প্রাণের কান্না: বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও’ শীর্ষক হাইকিং অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’ এ অভিযানের আয়োজন করে। আরও পড়ুনএভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিলকে সংবর্ধনা হিমালয়ের ‘হিমলুং’ অভিযানে যাচ্ছেন নিম্নি  সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসফিকুল হাসান টনি কুড়িগ্রাম জেলার রৌমারির চর ইটালুকান্দা (ব্রহ্মপুত্র নদ অববাহিকা) থেকে যাত্রা শুরু করে নদীপথ ও নদী তীরবর্তী অঞ্চল ধরে প্রায় ৬০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ভোলা জেলার চরফ্যাশনের চর কুকরিমুকরিতে (বঙ্গোপসাগর উপকূল) গিয়ে পদযাত্রা সম্পন্ন করবেন। অভিযাত্রী মাসফ

ব্রহ্মপুত্র থেকে হেঁটে বঙ্গোপসাগরে যাবেন টনি

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির বিস্তারের প্রতিবাদে ব্রহ্মপুত্র নদ অববাহিকা থেকে বঙ্গোপসাগরে হেঁটে যাবেন মাসফিকুল হাসান টনি। এ অভিযানে নদীর তীর ধরে তিনি পাড়ি দেবেন ৬০০ কিলোমিটার পথ। টনির একক ও ব্যতিক্রমধর্মী এই ক্রস-কান্ট্রি হাইকিং অভিযান শুরু হবে ২৪ জানুয়ারি থেকে।

২২ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। সেখানে ‌‘নদীতে প্রাণের কান্না: বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও’ শীর্ষক হাইকিং অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’ এ অভিযানের আয়োজন করে।

আরও পড়ুন
এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিলকে সংবর্ধনা 
হিমালয়ের ‘হিমলুং’ অভিযানে যাচ্ছেন নিম্নি 

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসফিকুল হাসান টনি কুড়িগ্রাম জেলার রৌমারির চর ইটালুকান্দা (ব্রহ্মপুত্র নদ অববাহিকা) থেকে যাত্রা শুরু করে নদীপথ ও নদী তীরবর্তী অঞ্চল ধরে প্রায় ৬০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ভোলা জেলার চরফ্যাশনের চর কুকরিমুকরিতে (বঙ্গোপসাগর উপকূল) গিয়ে পদযাত্রা সম্পন্ন করবেন।

অভিযাত্রী মাসফিকুল হাসান টনি জাগো নিউজকে বলেন, ‘ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর পর্যন্ত হেঁটে যেতে পারাটা আমার জন্য গর্বের। এ যাত্রার মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ ও নদী রক্ষার সচেতনতা তৈরি করতে চাই।’

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মুজিবুর রহমান হাওলাদার। স্বাগত বক্তব্য দেন এভারেস্টজয়ী অভিযাত্রী ও বিএমটিসির সভাপতি ইকরামুল হাসান শাকিল।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow