ব্রাকসু নির্বাচনের আচরণবিধির খসড়া প্রকাশ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধির খসড়া প্রকাশ করেছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এটি প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি সংক্রান্ত লিখিত মতামত আজ সোমবার উপ-উপাচার্যের কার্যালয়ে দাখিল করা যাবে। মঙ্গলবার পর্যালোচনা শেষে চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্র করে উপহার দেওয়া, আপ্যায়ন করানো, আর্থিক লেনদেন বা অন্য কোনো সুবিধা দিয়ে ভোটারকে প্রভাবিত করার ব্যাপারে কড়াকড়ি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাইরের কোনো ব্যক্তি-গোষ্ঠী বা দলের কোনোরকম আর্থিক সহায়তা নেওয়া যাবে না। কমিশন প্রয়োজন মনে করলে প্রার্থীর প্রচার ব্যয়ের হিসাব জানতে চাইতে পারবেন। এ ছাড়া ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল এবং নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে ভোটাররা ছাড়া অন্যদের ভোট চাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খসড়ায় মনোনয়ন সংগ্রহ ও প্রার্থিতা প্রত্যাহার, যানবাহন ব্যবহার মিছিল শোডাউন, প্রচার-প্রচারণা, আবাসিক হলে প্রবেশ, ভোটকেন্দ্রে প্রবেশাধিকার, ক্যাম্পাসে প্রবেশ, ভোটার স্লিপ প্রদান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণবিধির খসড়া প্রকাশ করেছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশন।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এটি প্রকাশ করা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি সংক্রান্ত লিখিত মতামত আজ সোমবার উপ-উপাচার্যের কার্যালয়ে দাখিল করা যাবে। মঙ্গলবার পর্যালোচনা শেষে চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্র করে উপহার দেওয়া, আপ্যায়ন করানো, আর্থিক লেনদেন বা অন্য কোনো সুবিধা দিয়ে ভোটারকে প্রভাবিত করার ব্যাপারে কড়াকড়ি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাইরের কোনো ব্যক্তি-গোষ্ঠী বা দলের কোনোরকম আর্থিক সহায়তা নেওয়া যাবে না। কমিশন প্রয়োজন মনে করলে প্রার্থীর প্রচার ব্যয়ের হিসাব জানতে চাইতে পারবেন। এ ছাড়া ডোপ টেস্টে পজিটিভ হলে প্রার্থিতা বাতিল এবং নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে ভোটাররা ছাড়া অন্যদের ভোট চাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
খসড়ায় মনোনয়ন সংগ্রহ ও প্রার্থিতা প্রত্যাহার, যানবাহন ব্যবহার মিছিল শোডাউন, প্রচার-প্রচারণা, আবাসিক হলে প্রবেশ, ভোটকেন্দ্রে প্রবেশাধিকার, ক্যাম্পাসে প্রবেশ, ভোটার স্লিপ প্রদান, বিস্ফোরক ও অস্ত্র বহন সংক্রান্ত বিধান এবং এসব বিধান লঙ্ঘনের শাস্তিমূলক ব্যবস্থা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয় বা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্যান্য দণ্ড আরোপ করা হতে পারে।
What's Your Reaction?