ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটে শতভাগ জয় ধরে রেখে এগোচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার দুই ম্যাচে দেখা গেল তিনটি শতরানের ইনিংস। ৪ ম্যাচের সবকটিতে জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার ব্র্যাক ব্যাংকের বিপক্ষে ১৯ রানে জিতেছে দলটি। হাইস্কোরিং আরেক ম্যাচে ঢাকা ব্যাংক ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে। বিকেএসপিতে টস জিতে সেনাবাহিনীকে ব্যাটিংয়ে পাঠায় ব্র্যাক ব্যাংক। মো. রাহাত মল্লিকের ঝোড়ো শতক এবং সারোয়ার হোসেনের অর্ধশতকে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে সেনাবাহিনী। ৬৭ বলের ইনিংসে ৫ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১০৪ রান করেন রাহাত মল্লিক। ২৭ বলে ৫৬ রানের ইনিংসে ৩ বাউন্ডারির সঙ্গে ৫ ছক্কা হাঁকান সারোয়ার হোসেন। জবাবে শুরুটা ভালো হলেও মিডল ও লোয়ার মিডল অর্ডারে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ব্র্যাক ব্যাংক। ওপেনার মাসুদুর রহমান আকাশ ৪৬ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন। মুয়াম্মার আল গাদ্দাফি ও মো. হাসিব রহমানের ব্যাট থেকে এসেছে সমান ৪৪ রান করে। আলাউদ্দিন মনা করেছেন ৩৬ রান। নির্ধারিত ওভা

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটে শতভাগ জয় ধরে রেখে এগোচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শুক্রবার দুই ম্যাচে দেখা গেল তিনটি শতরানের ইনিংস।

৪ ম্যাচের সবকটিতে জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার ব্র্যাক ব্যাংকের বিপক্ষে ১৯ রানে জিতেছে দলটি। হাইস্কোরিং আরেক ম্যাচে ঢাকা ব্যাংক ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে।

বিকেএসপিতে টস জিতে সেনাবাহিনীকে ব্যাটিংয়ে পাঠায় ব্র্যাক ব্যাংক। মো. রাহাত মল্লিকের ঝোড়ো শতক এবং সারোয়ার হোসেনের অর্ধশতকে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করে সেনাবাহিনী। ৬৭ বলের ইনিংসে ৫ বাউন্ডারি ও ৯ ছক্কায় ১০৪ রান করেন রাহাত মল্লিক। ২৭ বলে ৫৬ রানের ইনিংসে ৩ বাউন্ডারির সঙ্গে ৫ ছক্কা হাঁকান সারোয়ার হোসেন।

জবাবে শুরুটা ভালো হলেও মিডল ও লোয়ার মিডল অর্ডারে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ব্র্যাক ব্যাংক। ওপেনার মাসুদুর রহমান আকাশ ৪৬ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন। মুয়াম্মার আল গাদ্দাফি ও মো. হাসিব রহমানের ব্যাট থেকে এসেছে সমান ৪৪ রান করে। আলাউদ্দিন মনা করেছেন ৩৬ রান। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৫৫ রানে থামে ব্র্যাক ব্যাংকের ইনিংস।

দিনের অপর ম্যাচে দুই দল মিলে ৮০ ওভারে ১৪ উইকেট হারিয়ে ৬২৮ রান করেছে। প্রথমে ব্যাট করা ঢাকা ব্যাংক তুষার আহমেদ (৬৫ বলে ১০৩) ও রাসেল আহমেদ খানের (৯২ বলে ১২৯) শতক এবং কামরুল হাসানের ঝোড়ো (৩৪ বলে ৭৫) ইনিংসে ভর করে ৪০ ওভারে ৬ উইকেটে ৩৮৭ রানের বড় সংগ্রহ গড়ে।

পাহাড়সম স্কোর তাড়া করতে নেমে শুরুর বিপর্যয়েই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ বিমানবাহিনী। ২৮ রানে ৫ উইকেট হারানো দলটি ৪০ ওভার শেষে ৮ উইকেটে ২৪১ রান করতে সক্ষম হয় মূলত মিডল ও লোয়ার মিডল অর্ডার ব্যাটারদের কল্যাণে। আল আমিন হক বিজয় ৫৭ বলে ৭৯ রান এবং আব্দুর রহমান ৫৮ বলে ৬৯ রান করেন। ঢাকা ব্যাংকের মাহমুদুল হাসান ৫.১ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow