ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (নতুন কলা অনুষদ) ইতিহাস বিভাগের তৃতীয় তলার ৩০২৩ নং রুমে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। বহিষ্কৃত উভয় শিক্ষার্থী আত্রাই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তাদের মধ্যে মো. মোত্তালিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ও মো. হাফিজুর রহমানের বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহিদ সরওয়ার্দী বলেন, প্রথমে যারা পরীক্ষক আছে তারা বিষয়টি লক্ষ্য করেন। তারা খুঁটিয়ে দেখে দুজন একে অপরের সঙ্গে ওএমআর পরিবর্তন করেছে। আমাদের বিষয়টি জানালে তাদের প্রক্টর অফিসে নিয়ে আসি। আমরা এখানে এনে তাদের কাছের থেকে মুচলেকা নিয়েছি। তাদের পরীক্ষা তো বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত এই বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংশ নিয়েছেন ৪ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৮৭ দশমিক ৮১ শতাংশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (নতুন কলা অনুষদ) ইতিহাস বিভাগের তৃতীয় তলার ৩০২৩ নং রুমে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
বহিষ্কৃত উভয় শিক্ষার্থী আত্রাই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তাদের মধ্যে মো. মোত্তালিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ও মো. হাফিজুর রহমানের বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহিদ সরওয়ার্দী বলেন, প্রথমে যারা পরীক্ষক আছে তারা বিষয়টি লক্ষ্য করেন। তারা খুঁটিয়ে দেখে দুজন একে অপরের সঙ্গে ওএমআর পরিবর্তন করেছে। আমাদের বিষয়টি জানালে তাদের প্রক্টর অফিসে নিয়ে আসি। আমরা এখানে এনে তাদের কাছের থেকে মুচলেকা নিয়েছি। তাদের পরীক্ষা তো বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, আরবি, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে গঠিত এই বি-২ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংশ নিয়েছেন ৪ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৮৭ দশমিক ৮১ শতাংশ।
What's Your Reaction?