ভোলা টে‌লি‌ভিশন জার্না‌লিষ্ট এ‌্যা‌সো‌সি‌য়েশন নির্বাচন সম্পন্ন

ভোলা উৎসব মূখর প‌রি‌বে‌শের মধ‌্য দি‌য়ে টে‌লিভিশন জার্না‌লিষ্ট এ‌্যা‌সো‌সি‌য়েশন নির্বাচনের ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টার দি‌কে ভোলা প্রেসক্লা‌বে ভোট গ্রহণ শুরু হয় এবং ভোট চ‌লে দুপুর ১ টা পর্যন্ত। বি‌কেল ৩ টায় ভোট গনণা শুরু হয়। গনণা শে‌ষে বিজয়ী প্রার্থী‌দের নাম ঘোষণা করা হয়। এতে ভো‌টের মাধ‌্যমে সভাপ‌তি প‌দে নিউজ২৪ প্রতি‌নি‌ধি জুন্নু রায়হান ১৫ ভোট, সহ সভা‌প‌তি প‌দে একা-ত্তর টি‌ভির প্রতি‌নি‌ধি কামরুল ইসলাম ১৯ ভোট, সাধারন সম্পাদক প‌দে জি‌-টি‌ভির প্রতি‌নি‌ধি এম হেলাল উদ্দিন ২১ ভোট, সহ সম্পাদক প‌দে আরিফ হো‌সেন লিটন ২১ ও অর্থ সম্পাদক প‌দে যমু-না টি‌ভির প্রতি‌নি‌ধি জু‌য়েল সাহা বিকাশ ১৯ ভোট, দপ্তর সম্পাদক প‌দে এ-খন টি‌ভির প্রতি‌নি‌ধি ইম‌তিয়াজুর রহমান ১৬ ভোট, নির্বাহী সদস‌্য প‌দে মো-হনা টি‌ভির প্রতি‌নি‌ধি জ‌সিম রানা ২২ ভোট, এ-টিএন বাংলার প্রতি‌নি‌ধি এম ছি‌দ্দিকুল্লাহ ২০ ভোট, দেশ টি‌ভির প্রতি‌নি‌ধি ছোটন সাহা ১৪ ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়ে‌ছেন। এরআগে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় ক্রীড়া ও সাং‌কৃ‌তিক সম্পাদক এ-টিএন নিউজ প্রতি‌নি‌ধি মঞ্জুর আলম ও তথ‌্য ও যোগ‌া

ভোলা টে‌লি‌ভিশন জার্না‌লিষ্ট এ‌্যা‌সো‌সি‌য়েশন নির্বাচন সম্পন্ন

ভোলা উৎসব মূখর প‌রি‌বে‌শের মধ‌্য দি‌য়ে টে‌লিভিশন জার্না‌লিষ্ট এ‌্যা‌সো‌সি‌য়েশন নির্বাচনের ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টার দি‌কে ভোলা প্রেসক্লা‌বে ভোট গ্রহণ শুরু হয় এবং ভোট চ‌লে দুপুর ১ টা পর্যন্ত। বি‌কেল ৩ টায় ভোট গনণা শুরু হয়। গনণা শে‌ষে বিজয়ী প্রার্থী‌দের নাম ঘোষণা করা হয়।

এতে ভো‌টের মাধ‌্যমে সভাপ‌তি প‌দে নিউজ২৪ প্রতি‌নি‌ধি জুন্নু রায়হান ১৫ ভোট, সহ সভা‌প‌তি প‌দে একা-ত্তর টি‌ভির প্রতি‌নি‌ধি কামরুল ইসলাম ১৯ ভোট, সাধারন সম্পাদক প‌দে জি‌-টি‌ভির প্রতি‌নি‌ধি এম হেলাল উদ্দিন ২১ ভোট, সহ সম্পাদক প‌দে আরিফ হো‌সেন লিটন ২১ ও অর্থ সম্পাদক প‌দে যমু-না টি‌ভির প্রতি‌নি‌ধি জু‌য়েল সাহা বিকাশ ১৯ ভোট, দপ্তর সম্পাদক প‌দে এ-খন টি‌ভির প্রতি‌নি‌ধি ইম‌তিয়াজুর রহমান ১৬ ভোট, নির্বাহী সদস‌্য প‌দে মো-হনা টি‌ভির প্রতি‌নি‌ধি জ‌সিম রানা ২২ ভোট, এ-টিএন বাংলার প্রতি‌নি‌ধি এম ছি‌দ্দিকুল্লাহ ২০ ভোট, দেশ টি‌ভির প্রতি‌নি‌ধি ছোটন সাহা ১৪ ভোট পে‌য়ে বিজয়ী হ‌য়ে‌ছেন।

এরআগে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় ক্রীড়া ও সাং‌কৃ‌তিক সম্পাদক এ-টিএন নিউজ প্রতি‌নি‌ধি মঞ্জুর আলম ও তথ‌্য ও যোগ‌াযোগ প্রযু‌ক্তি সম্পাদক এ-শিয়ান টি‌ভির প্রতি‌নি‌ধি মো: ম‌হিউদ্দিন বিজয়ী হ‌য়ে‌ছে।

শুক্রবার বি‌কেল সা‌ড়ে ৪ টার দি‌কে এই নির্বাচ‌নে প্রধান নির্বাচন ক‌মিশনার ও ইন্ডি-পেন্ডেন্ট টে‌লিশ‌নের প্রতি‌নি‌ধি নজরুল হক অনু তথ‌্য নি‌শ্চিত ক‌রে জানান, গত ১ ডি‌সেম্বর এই নির্বাচ‌নের তফ‌সিল ঘোষণা করা হয়। তার সা‌থে সহকারী নির্বাচন ক‌মিশনা‌রের দ‌া‌য়িত্ব পালন ক‌রেন স-ময় টি‌ভির স্টাফ রি‌পোর্টার না‌সির উদ্দিন লিটন ও ‌ডি‌-বি‌সি নিউজের প্রতি‌নি‌ধি অ‌চিত‌্য মজুমদার।

শুক্রবার তারা উৎসব মূলর প‌রি‌বে‌শে এই অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেন। এতে মোট ৩৪ জন ভো‌টের মধ‌্য ৩৩ জন ভোটার তা‌দের ভোটাধা‌কির প্রয়োগ ক‌রেন। নির্বাচ‌নে ১১ টি প‌দে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বিতা ক‌রেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow