ভোটে হারের পরও আমিনুল অনড়, ‘ভারত নিরাপদ নয়’
বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। সেই সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার অনুরোধ করে বিসিবি। অবশ্য আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে। নয়তো নতুন দলকে বেছে নেবে ক্রিকেট বিশ্বের এই নিয়ন্ত্রক সংস্থা। নানা পক্ষের আলোচনা, অনলাইন বৈঠক এবং চিঠি চালাচালির পর বুধবার (২১ জানুয়ারি) বাংলাদেশের বিশ্বকাপ খেলার ইস্যুতে জরুরিভিত্তিতে বোর্ড সভার আয়োজন করে আইসিসি। সভাটি হয় ভার্চ্যুয়ালি, যেখানে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে সহযোগী দুটি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।