ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের উত্তর-পশ্চিম কাশ্মীরে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এক ব্যক্তি নিহত এবং বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, দেশটির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে হয়েছিল। অন্যদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮। স্থানীয় সময় এটি সকাল ১১টা ২১ মিনিটে আঘাত হানে। পাকিস্তানের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালাচিস্তানে কাঁচা মাটির তৈরি অনেক বাড়ি ধ্বংস হয়েছে, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, পাহাড় থেকে বড় বড় পাথর নেমে আসার কারণে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। রাস্তা পরিষ্কারের জন্য সরকারি সংস্থাগুলো ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। মন্ত্রী জানান, এই দুর্ঘটনায় একটি পাথরের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের উত্তর-পশ্চিম কাশ্মীরে রিখটার স্কেলে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে এক ব্যক্তি নিহত এবং বহু বাড়িঘর ধ্বংস হয়েছে, দেশটির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে রয়টার্স।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে হয়েছিল। অন্যদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮। স্থানীয় সময় এটি সকাল ১১টা ২১ মিনিটে আঘাত হানে।

পাকিস্তানের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালাচিস্তানে কাঁচা মাটির তৈরি অনেক বাড়ি ধ্বংস হয়েছে, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, পাহাড় থেকে বড় বড় পাথর নেমে আসার কারণে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক বন্ধ হয়ে গেছে। রাস্তা পরিষ্কারের জন্য সরকারি সংস্থাগুলো ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

মন্ত্রী জানান, এই দুর্ঘটনায় একটি পাথরের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow