মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা জরুরি: ব্যারিস্টার মামুন

প্রধান উপদেষ্টার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে সবার আগে মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, বর্তমানে হাজার হাজার তরুণ-তরুণী মাদকের ভয়াবহ থাবায় নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এর পেছনে কিছু রাজনৈতিক সুবিধাভোগী ও মাদক কারবারিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। তরুণ সমাজকে এই ধ্বংসের পথ থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে কঠোর অবস্থান নিতে হবে।শনিবার (১৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল ক্রিকেটার্স আয়োজিত ডাবল এলইডি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মামুন আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে শিক্ষার্থীদের মন সুস্থ ও প্রফুল্ল থাকে এবং তারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে গড়ে ওঠে।তিনি বলেন, দেশ বর্তমানে এক সংকটক

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা জরুরি: ব্যারিস্টার মামুন

প্রধান উপদেষ্টার আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান এবং কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে হলে সবার আগে মাদকের গডফাদারদের আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, বর্তমানে হাজার হাজার তরুণ-তরুণী মাদকের ভয়াবহ থাবায় নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এর পেছনে কিছু রাজনৈতিক সুবিধাভোগী ও মাদক কারবারিদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। তরুণ সমাজকে এই ধ্বংসের পথ থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে কঠোর অবস্থান নিতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল ক্রিকেটার্স আয়োজিত ডাবল এলইডি কাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মামুন আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে শিক্ষার্থীদের মন সুস্থ ও প্রফুল্ল থাকে এবং তারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে গড়ে ওঠে।

তিনি বলেন, দেশ বর্তমানে এক সংকটকাল অতিক্রম করছে এবং নানা ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, এই সময়ে তাকে দেশের সবচেয়ে বেশি প্রয়োজন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খান, সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, জয়নাল হাজারী, আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান ভূঁইয়া, এমরান হোসেন মাস্টার, ওমান বারখা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কবির, বাদল, মো. ইউনুছ মিয়া, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম, কাজী আক্তার হোসেন, প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মহসিন কবির, মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow